Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মাংসের সঙ্গে বিষ মিশিয়ে চিতাবাঘ খুন জলদাপাড়ায়!

মাদারিহাটের গ্যারগেন্দা চা বাগানে বুধবার সকালে একটি রাস্তার ধার থেকে বছর ছয়েকের চিতাবাঘটির দেহ উদ্ধার হয়৷ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পেয়ে বন দফতরের কর্তারা জানিয়েছেন, মাংসের সঙ্গে বিষ মিশিয়ে চিতাবাঘটিকে খুন করা হয়েছে৷

পড়ে রয়েছে চিতাবাঘের দেহ।

পড়ে রয়েছে চিতাবাঘের দেহ।

পার্থ চক্রবর্তী
আলিপুরদুয়ার শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮ ০২:৪৫
Share: Save:

চিতাবাঘের হানায় সম্প্রতি এক জন মারা যান। এ বার মানুষের হাতে পাল্টা খুন হল একটি চিতাবাঘ৷

মাদারিহাটের গ্যারগেন্দা চা বাগানে বুধবার সকালে একটি রাস্তার ধার থেকে বছর ছয়েকের চিতাবাঘটির দেহ উদ্ধার হয়৷ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পেয়ে বন দফতরের কর্তারা জানিয়েছেন, মাংসের সঙ্গে বিষ মিশিয়ে চিতাবাঘটিকে খুন করা হয়েছে৷ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বন দফতরের কর্তারা৷ পাশাপাশি পুলিশের কাছেও একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ তবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি বন্যপ্রাণের সুরক্ষা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে৷

চলতি মাসেই মাদারিহাটের দু’টি চা বাগানে চিতাবাঘের সঙ্গে মানুষের সংঘাতের একাধিক ঘটনা ঘটে৷ ১২ ডিসেম্বর ধুমচিপাড়া চা বাগানে চিতাবাঘের হানায় পাঁচ বছরের একটি শিশুর মৃত্যু হয়৷ ঠিক চারদিন পর ধুমচিপাড়া চা বাগানেই চিতাবাঘের হানায় এক বৃদ্ধ গুরুতর জখম হন৷ এরপর গত রবিবার রামঝোরা চা বাগানে চিতাবাঘের হানায় ১২ বছরের এক কিশোরের মৃত্যু হয়৷

সম্প্রতি চিতাবাঘের হানায় একের পর এক মৃত্যু ও জখমের ঘটনার জেরে পাল্টা চিতাবাঘও মানুষের শিকার হয় কিনা তা নিয়ে বিভিন্ন মহলেই সন্দেহ ও উদ্বেগ দানা বাধছিল৷ অবশেষে বুধবার সেটাই বাস্তব হল৷

বুধবার রামঝোরা ও ধুমচিপাড়া চা বাগানের কাছেই গ্যারগান্দা চা বাগানে চিতাবাঘটির দেহ মেলে৷ জলদাপাড়ার ডিএফও কুমার বিমল বলেন, “তদন্ত শুরু হয়েছে৷’’ বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেন, “বন্যপ্রাণীদের যাতে কোনও ভাবে আক্রমণ করা না হয়, সে জন্য আমার দফতরের কর্মীরা সব সময়ই জঙ্গল লাগোয়া এলাকার মানুষদের সচেতন করে চলেছেন৷”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Leopard Food poison
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE