সকাল থেকে মেঘলা আকাশ। তার মধ্যেই ইদগাহ ময়দানগুলিতে একে একে নমাজ পাঠে হাজির হচ্ছিলেন বাসিন্দারা। বুধবার নমাজ পাঠের পরেই অবশ্য মেঘ কেটে যায়। দুপুর থেকে আকাশ ঝলমলে হতেই ভিড় বাড়তে শুরু করে ইংরেজবাজার শহরের পার্ক, সিনেমা হল, রেস্তরাঁয়। রঙিন আলোয় উৎসবের আমেজে সেজে ওঠে ইদের মালদহ।
এ বারও নমাজ পাঠে লক্ষাধিক মানুষের সমাগম হয় কালিয়াচকের সুজাপুর নয়মৌজা ইদগাহ ময়দানে। মসজিদ কমিটির দাবি, রাজ্যের মধ্যে অন্যতম বৃহৎ এই ইদগাহ ময়দানে এ দিন নমাজ পাঠে যোগ দিয়েছেন ১ লক্ষ ২০ হাজারেও বেশি মানুষ।
সুজাপুরের ন’টি মৌজার বাসিন্দা এখানে সামিল হন। ময়দানের ভিড় উপচে পড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কেও।