Advertisement
E-Paper

মালিককে বাঁচাতে প্রাণ দিল প্রভুভক্ত জ্যাক

বিষধর গোখরোকে ঘরে ঢুকতে না দিয়ে প্রবল লড়াই চালিয়ে সাপকে মেরে নিজেও প্রাণ হারাল প্রভুভক্ত কুকুর। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালবাজার শহরে। মালবাজার পুর এলাকার মালনদীর বিসর্জন ঘাটের একেবারে শেষপ্রান্তে বিমল ঘোষের বাড়ি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৫ ২০:৩৭

বিষধর গোখরোকে ঘরে ঢুকতে না দিয়ে প্রবল লড়াই চালিয়ে সাপকে মেরে নিজেও প্রাণ হারাল প্রভুভক্ত কুকুর। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালবাজার শহরে। মালবাজার পুর এলাকার মালনদীর বিসর্জন ঘাটের একেবারে শেষপ্রান্তে বিমল ঘোষের বাড়ি। বাড়িতেই প্রকৃতি ভবন নামে কাঠের ভাস্কর্যের দোকান এবং সংগ্রহশালা রয়েছে তাঁর। সোমবার দুপুরে বাড়ির মালিক বিমল ঘোষ একমনে যখন কাঠের ভাস্কর্য তৈরিতে ব্যস্ত তখুনি গোখরো সাপ ঢোকার চেষ্টা শুরু করে। বারান্দায় যে গোখরো চলে এসেছে তা সকলেরই দৃষ্টি এড়িয়ে যায়। দৃষ্টি এড়ায়নি একমাত্র জ্যাকের। সাড়ে চার বছরের স্পিজ প্রজাতির কুকুর জ্যাক। মুহূর্তেই সে ঝাঁপিয়ে পড়ে গোখরোর ওপর। মিনিট দশেক লড়াই চালিয়ে গোখরোকে কাবু করে ফেলে সে। জ্যাকের চিত্কারে ছুটে আসেন বাড়ির অন্যরা। কিন্তু ধীরে ধীরে জ্যাকও নিস্তেজ হতে শুরু করে। বিমল বাবুর কথায় সাপটি যখন আর নড়াচড়া করছে না, তখন জ্যাকও ধীরে ধীরে এলিয়ে পড়ে। জ্যাক ছাড়াও আরও দুটি একই প্রজতির কুকুর রয়েছে বিমল বাবুর। ম্যাক্স এবং টকি এই দু’টি কুকুর তখন ঘরের ভেতরে ছিল বলে জানান তিনি। গত আড়াই বছর ধরে বিমলবাবুর সঙ্গী জ্যাক। তার মৃত্যুতে দৃশ্যতই ভেঙে পড়েছেন বাড়ির সদস্যরা।

pet dog jack dog snake bite cobra bite masters life dog dead
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy