পে কমিশনের সুপারিশ অনুসারে নতুন বেতন কাঠামোর নথিপত্র সময়মতো তৈরি না হওয়ায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীদের বেতন আটকে গিয়েছে বলে অভিযোগ। সোমবার, ৩ ফেব্রুয়ারি হয়ে গেলেও বেতন পাননি কোনও পুলিশকর্মীই। কমিশনারেট সূত্রের খবর, প্রতি মাসে ৩০ তারিখ থেকে ট্রেজারিতে বেতনের নথিপত্র তৈরির পর অনুমোদন হয়ে যায়। প্রতি মাসের পয়লা তারিখ কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। কমিশনারেট তৈরির পর গত আট বছরে এই প্রথমবার কর্মীরা সময়মতো বেতন পেলেন না। গোটা ঘটনাটি পৌঁছে গিয়েছে নবান্নতেও। সোমবার কলকাতা থেকে বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। কেন এই পরিস্থিতি তৈরি হল, তা নবান্ন থেকে খতিয়ে দেখতে বলা হয়েছে। সেই সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে যাতে সমস্ত পুলিশকর্মী হাতে বেতন পেয়ে যান, তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
শিলিগুড়ির পুলিশ কমিশনার ত্রিপুরারি অর্থব বলেছেন, ‘‘কিছু নথিপত্রের সমস্যা ছিল। দ্রুত সবার বেতন হয়ে যাবে। সেই ব্যবস্থা করা হচ্ছে।’’ কনস্টেবল, এএসআই, এসআই, ইন্সপেক্টর মিলিয়ে ১৬০০ জনের মতো পুলিশ ফোর্সের জন্য প্রতি মাসে ৬ কোটি টাকার বেশি প্রয়োজন।
পুলিশ সূত্রের খবর, এদিন নথিপত্র তৈরির কাজ চললেও তা বিকেলের মধ্যে সম্পূর্ণ না হওয়ায় কমিশনারেটের কনস্টেবল থেকে আইপিএস পর্যায়ের কয়েক হাজার কর্মী জানুয়ারির বেতন পাননি। অফিসারদের আশা, আগামী ১-২ দিনের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়াটা হয়ে বেতন পেয়ে যাবেন সকলে। কিন্তু সরকারিস্তরে বহু আগেই বিজ্ঞপ্তি জারি করে পে কমিশনের সুপারিশ কার্যকর করে প্রত্যেক কর্মীর হিসাবপত্র জমা দেওয়ার দিনক্ষণ ঠিক থাকলেও তা কেন করা হয়নি, এ নিয়ে নিচুতলায় ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের একাংশ বলেছে, ‘‘উঁচুতলার একাংশ অফিসারের জন্য এটা হল।’’