Advertisement
০২ মে ২০২৪

পুলিশই রাস্তায় বিক্রি করবে নতুন হেলমেট

হয় রাস্তায় দাড়িয়েই হেলমেট কিনে সঙ্গে সঙ্গে তা পড়ে ফেলুন, অথবা জরিমানা দিন৷ হেলমেটবিহীন অবস্থায় মোটরবাইক চালানো রুখতে এবার জলপাইগুড়িতে এই ব্যবস্থা চালু করতে চলেছে জেলা পুলিশ৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৬ ০২:৪১
Share: Save:

হয় রাস্তায় দাড়িয়েই হেলমেট কিনে সঙ্গে সঙ্গে তা পড়ে ফেলুন, অথবা জরিমানা দিন৷ হেলমেটবিহীন অবস্থায় মোটরবাইক চালানো রুখতে এবার জলপাইগুড়িতে এই ব্যবস্থা চালু করতে চলেছে জেলা পুলিশ৷ দুই-একদিনের মধ্যেই নতুন এই ব্যবস্থা জলপাইগুড়িতে চালু হয়ে যাবে বলে পুলিশ কর্তারা জানিয়েছেন৷

কী হবে নতুন এই ব্যবস্থায়? হেলমেটবিহীন বাইক আরোহীদের ধরতে প্রতিদিনই জলপাইগুড়িতে ব্যাপকহারে অভিযান শুরু করেছে পুলিশ৷ যার জেরে প্রতিদিনই অনেক বাইক আরোহী জরিমানার মুখে পড়ছেন৷ কিন্তু জেলা পুলিশের কর্তারা জানিয়েছেন, এবার থেকে জলপাইগুড়িতে পুলিশের এই অভিযান চলার সময় সেখানে পুলিশের তরফেই একজন হেলমেট বিক্রেতাকে রাখা হবে৷ হেলমেট বিহীন বাইক আরোহীরা ধরা পড়ার পর সঙ্গে সঙ্গে সেখান থেকে হেলমেট কিনে পড়ে নিলে জরিমানা দেওয়া থেকে ছাড় পেয়ে যাবেন তাঁরা৷ আর হেলমেট না কিনলে আইন অনুযায়ী তাঁদের জরিমানা করা হবে ৷

জেলার পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “সেফ ড্রাইভই হল আমাদের এই অভিযানের মূল উদ্দেশ্য৷ তারজন্য একদিকে যেমন অভিযান চালিয়ে ধর-পাকড় চলছে তেমনি মোটর সাইকেল চালানোর সময় আরোহীরা যাতে অবশ্যই হেলমেট সেটাও আমাদের দেখতে হবে৷ তাই এই সিদ্ধান্ত৷” পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই জলপাইগুড়িতে হেলমেট বিক্রেতাদের একটি তালিকা থানা থেকে পুলিশ সুপারের দফতরে চেয়ে পাঠানো হয়েছে৷ পুলিশ কর্তারা জানিয়েছেন, রোটেশন করে হেলমেট বিক্রেতাদের একেক জনকে একদিন করে অভিযানের সঙ্গে রাখা হবে৷ জলপাইগুড়িতে বিনা হেলমেটে মোটরবাইক চালানোর বিরুদ্ধে ধর-পাকড় শুরু হলেও নো হেলমেট, নো পেট্রোল ব্যবস্থা এখনও চালু হয়নি৷ ওই ব্যবস্থা চালু হওয়ার পর পেট্রোল পাম্পগুলিতেও হেলমেট বিক্রেতাদের রাখার পরিকল্পনা তাঁদের রয়েছে বলে পুলিশ সুপার এ দিন জানিয়েছেন ৷

এ দিকে, হেলমেট নিয়ে পুলিশ সুপারের কড়া নির্দেশের পর এ দিন সকাল থেকেই জলপাইগুড়ির থানা মোড়, পিডব্লিউডি মোড়-সহ বিভিন্ন জায়গায় হেলমেটহীন মোটরবাইক আরোহীদের বিরুদ্ধে বিশাল বাহিনী নিয়ে অভিযানে নামে পুলিশ৷ নেতৃত্ব দেন খোদ জলপাইগুড়ির ডেপুটি পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মানবেন্দ্র দাস৷ ছিলেন জলপাইগুড়ি কোতওয়ালি থানার আইসি আশিস রায়৷ দিনভর চলে অভিযান৷ পুলিশ সূত্রের খবর, এ দিনের অভিযানে হেলমেট বিহীন অবস্থায় মোটর সাইকেল চালানোর সময় এক-দু’জন পুলিশ কর্মীও ধরা পড়েন৷ অবশ্য তারা তখন উর্দিতে ছিলেন না বলেই খবর৷ পাশাপাশি দুইজন আইনজীবি ও চিকিৎসকও সেই তালিকায় রয়েছেন বলে খবর৷ যদিও পুলিশ সুপারের নির্দেশ মেনে তাদের সকলকেই জরিমানা করা হয় বলে পুলিশেরই একাংশের দাবি৷ এ দিকে পুলিশ সুপার এ দিন ফের জানিয়ে দিয়েছেন, হেলমেট ছাড়া কোনও পুলিশ কর্মী ধরা পড়লে জরিমানার সঙ্গে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police Helmet
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE