বিজেপি নেতার ছেলেকে খুনের অভিযোগকে ঘিরে ক্রমে উত্তপ্ত হচ্ছে কোচবিহার জেলার রাজনীতি। শনিবার ঘোকসাডাঙার পূর্ব শিলডাঙায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মণ, তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা, মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মণ-সহ বিজেপির অন্য নেতারা। তাঁরা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলার পাশাপাশি, ঘটনার সিবিআই তদন্তের দাবি জানান।
ঘোকসাডাঙার পূর্ব শিলডাঙায় বিজেপির বুথ-এজেন্ট অধীর বর্মণের ছেলে প্রলয় বর্মণ (২১) ২৬ সেপ্টেম্বর রাতে মাথাভাঙা থেকে মোটরবাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। স্থানীয় ক্লাবের কাছে তিনি ব্যারিকেডে ধাক্কা মারেন বলে ক্লাবের এক সদস্য প্রলয়ের মোবাইল থেকে ফোন করে বাড়িতে জানান। অধীরের দাবি, এলাকায় গিয়ে ছেলেকে পাননি। মোটরবাইক ও মোবাইল ফেলে প্রলয় বাড়ি গিয়েছেন বলে জানানো হয়। তবে প্রলয় ফেরেননি। অধীর ফের ক্লাবে গেলে, আশেপাশে খোঁজ করার পরামর্শ দেওয়া হয়। গভীর রাতে প্রায় দেড় কিলোমিটার দূরে রেললাইনের ধারে প্রলয়ের ক্ষতবিক্ষত দেহ মেলে।
বিজেপি বিধায়ক মালতি রাভার অভিযোগ, ‘‘পুলিশ এখন তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। অপরাধীরা এলাকায় ঘুরে বেড়ালেও, পুলিশ চোখ বুজে রয়েছে। কাউকে ধরছে না। আমরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি।” তৃণমূলের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক সাবলু বর্মণ বলেন, ‘‘বিজেপি মৃতের পরিবারকে নিয়ে নোংরা রাজনীতি করছে।’’ ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি সংশ্লিষ্ট ক্লাবের সদস্যেরা। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। তবে কেউ গ্রেফতার হয়নি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)