Advertisement
১৮ মে ২০২৪

জিটিএ থেকে ইস্তফা

জিটিএ-তে থেকে আলাদা রাজ্যের দাবি পূরণ করা সম্ভব নয় বলে দাবি করে ইস্তফা দিলেন রিম্বিক লোধামা-র জিটিএ সদস্য প্রকাশ গুরুঙ্গ। তিনি গোর্খা জনমুক্তি যুব মোর্চার কেন্দ্রীয় কমিটির সভাপতিও।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৭ ০১:৫৮
Share: Save:

জিটিএ-তে থেকে আলাদা রাজ্যের দাবি পূরণ করা সম্ভব নয় বলে দাবি করে ইস্তফা দিলেন রিম্বিক লোধামা-র জিটিএ সদস্য প্রকাশ গুরুঙ্গ। তিনি গোর্খা জনমুক্তি যুব মোর্চার কেন্দ্রীয় কমিটির সভাপতিও। মঙ্গলবার দুপুরে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন জিটিএ চিফ এক্সিকিউটিভ ও চেয়ারম্যানের কাছে। বাকিদেরও পদত্যাগ করে আন্দোলনে নামতে বলেন তিনি।

মোর্চা সূত্রের খবর, বিজেপি কেন্দ্রে আরও শক্তিশালী হতেই আলাদা রাজ্যের দাবি জোরদার করতে তৎপর হয়েছেন দলীয় নেতৃত্ব। বিমল গুরুঙ্গ আগেই জানিয়েছিলেন, রাজ্যের অতি সক্রিয়তায় জিটিএ কাজ করতে পারছে না। এই অবস্থায় জিটিএ ছেড়ে আন্দোলনে নামতে হবে। এ দিন প্রকাশ সেই পথেই হাঁটলেন।

পাহাড়ে প্রথমে পুরভোট, তার পরে জি়টিএ নির্বাচন। এই অবস্থায় গোর্খাল্যান্ডের দাবি তুলে রাজ্যের উপর চাপ সৃষ্টি করতে চাইছে মোর্চা। তাই এর পরে আরও পদত্যাগের সম্ভাবনা আছে বলে মনে করছেন পাহাড়ের লোকজন। এ দিন প্রকাশ বলেন, ‘‘সাড়ে চার বছর হতে চলল, জিটিএ-কে কাজই করতে দিচ্ছে না রাজ্য। আলাদা রাজ্যের লক্ষ্যেও পৌঁছতে পারছি না। এলাকার মানুষের সঙ্গে কথা বলে পদত্যাগ করেছি।’’

জিটিএ সদস্য তথা মোর্চার সহকারী সাধারণ সম্পাদক বিনয় তামাঙ্গ রাতে বলেন, ‘‘প্রকাশ যুব নেতা। তিনি কাজ করতে না পারলে তো পদত্যাগ করবেনই।’’ পুরোটাই ‘নাটক’ বলে কটাক্ষ করেছেন তৃণমূলের পাহাড় কমিটির মুখপাত্র বিন্নি শর্মা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Prakash Gurung GTA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE