Advertisement
২৫ এপ্রিল ২০২৪

অধ্যক্ষ ঘেরাও এ বার জলপাইগুড়ির কলেজে

সংগঠনের শীর্ষ নেতৃত্ব যতই নিষেধ করুন না কেন, শিক্ষাঙ্গনে তৃণমূল ছাত্র পরিষদের ঘেরাও আন্দোলন অব্যাহতই থাকল৷ শুক্রবার মালদার হরিশচন্দ্র কলেজের পর শনিবার অধ্যক্ষ ঘেরাওয়ের ঘটনা ঘটল উত্তরবঙ্গের আরেক জেলা জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজে ৷

জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজে ঘেরাও।

জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজে ঘেরাও।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৬ ০২:১১
Share: Save:

সংগঠনের শীর্ষ নেতৃত্ব যতই নিষেধ করুন না কেন, শিক্ষাঙ্গনে তৃণমূল ছাত্র পরিষদের ঘেরাও আন্দোলন অব্যাহতই থাকল৷ শুক্রবার মালদার হরিশচন্দ্র কলেজের পর শনিবার অধ্যক্ষ ঘেরাওয়ের ঘটনা ঘটল উত্তরবঙ্গের আরেক জেলা জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজে ৷

ভর্তির জন্য নির্ধারিত সময়ের মধ্যে অন লাইনে টাকা জমা দিতে না পারা ছাত্র-ছাত্রীদের ফের সেই সুযোগ করে দেওয়ার দাবিতে এ দিন প্রায় তিন ঘণ্টা ধরে আনন্দচন্দ্র কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস সমর্থক ছাত্র-ছাত্রীরা৷ বিক্ষোভের নেতৃত্ব দিলেন কলেজের ছাত্র সংসদের জিএস৷ এই বিক্ষোভের জেরে আরও দু’দিন টাকা জমা দেওয়ার সময় বৃদ্ধি করে কলেজ কর্তৃপক্ষ ৷

কলেজ সূত্রে জানা গিয়েছে, পাস কোর্সে ভর্তির জন্য অন লাইনে টাকা জমা দেওয়ার সময়সীমা শুক্রবার রাতেই পেরিয়ে গিয়েছে ৷ কিন্তু এ দিন সকাল থেকেই ছাত্র সংসদের নেতৃত্বে বেশ কিছু ছাত্র-ছাত্রী অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ বেলা সাড়ে এগারোটা নাগাদ অধ্যক্ষ কলেজে পৌঁছলে তাকে ঘিরে শুরু হয় বিক্ষোভ ৷ আন্দোলনকারী তৃণমূল ছাত্র পরিষদ নেতাদের দাবি, জেলায় প্রাকৃতিক বিপর্যয়ের জন্য মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও চল্লিশ থেকে পঞ্চাশজন ছাত্র-ছাত্রী অন লাইনে টাকা জমা দিতে পারেনি৷

তাদের সেই অভিযোগ উড়িয়ে দিয়ে অধ্যক্ষ ধীরাজ কুমার বসাক পাল্টা বলেন, ‘‘অন লাইনে অর্থ জমা দেওয়ার জন্য যথেষ্ট সময় পেয়েছিলেন ছাত্র-ছাত্রীরা৷ তাই একসঙ্গে এতজন প্রাকৃতিক দুর্যোগের কারণে তা করতে পারল না সেই যুক্তি কোনও অবস্থাতেই তিনি মানবেন না ৷ কিন্তু নিজেদের দাবিতে অনঢ় তৃণমূল ছাত্র পরিষদ নেতারা আন্দোলন চালিয়ে যেতে থাকেন ৷

এরপরই নিজের ঘরে কলেজের ভর্তি কমিটির অন্য সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন অধ্যক্ষ৷ সেখানে সিদ্ধান্ত হয়, তৃতীয় ও চতুর্থ মেধা তালিকায় নাম থাকা যে সব ছাত্র-ছাত্রী অন লাইনে টাকা জমা দিতে পারেনি, তাদের জন্য আরও দু’দিন সময় বাড়ানো হবে ৷ কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের পরই আন্দোলন উঠে যায় ৷

ছাত্র সংসদের সাধারণ সম্পাদক বিজু সুত্রধর বলেন, ‘‘প্রাকৃতিক দুর্যোগের কারণে অন লাইনে অর্থ জমা দিতে না পারায় অনেক ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছিল৷ সে জন্যই আমরা এ দিন কলেজে বিক্ষোভ দেখিয়েছি ও অধ্যক্ষকে স্মারকলিপি দিয়েছি ৷ অধ্যক্ষকে ঘেরাওয়ের কোন ঘটনা ঘটেনি৷’’

তিনি জানান, তৃতীয় ও চতুর্থ মেধা তালিকার বাইরেও যদি এমন কোনও ছাত্র-ছাত্রী থাকে, যারা দুর্যোগের জন্য অর্থ জমা দিতে পারেনি প্রয়োজনে তাদের জন্যও আবার অধ্যক্ষের সঙ্গে কথা বলবেন তারা৷ অধ্যক্ষ ধীরাজবাবু অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন, তৃতীয় ও চতুর্থ মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও যারা অনলাইনে টাকা জমা দিতে পারেননি, কেবলমাত্র তারাই আরো দু’দিন এই সুযোগ পাবেন৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gherao TMCP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE