Advertisement
E-Paper

অখণ্ড বাংলার প্রচার

মণ্ডপে সচেতনামূলক প্ল্যাকার্ডের মাধ্যমে আওয়াজ উঠেছে অখণ্ড বাংলার। রক্তদানের সচেতনতা, ডেঙ্গি থেকে ব্লু হোয়েল এমনই সাম্প্রতিক ঘটনাগুলি ফুটে উঠছে ইসলামপুরের আদর্শ সঙ্ঘ ক্লাবে মণ্ডপের বিভিন্ন প্রান্তে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৭ ০১:৩৪

গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলনের পর অখণ্ড বাংলার স্লোগান উঠেছিল উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিলিগুড়ি থেকে। সেই বিভাজনের নীতি নজর এড়ায়নি পুজোর উদ্যোক্তাদের। মণ্ডপে সচেতনামূলক প্ল্যাকার্ডের মাধ্যমে আওয়াজ উঠেছে অখণ্ড বাংলার। রক্তদানের সচেতনতা, ডেঙ্গি থেকে ব্লু হোয়েল এমনই সাম্প্রতিক ঘটনাগুলি ফুটে উঠছে ইসলামপুরের আদর্শ সঙ্ঘ ক্লাবে মণ্ডপের বিভিন্ন প্রান্তে।

ব্লু হোয়েলের মতো মারণ অনলাইন গেম সম্পর্কে অবগত অনেকেই। কিন্তু অনেকের কাছেই ব্যাপারটা এখনও ধোঁয়াশা। তাই মণ্ডপ থেকেই যাতে ব্লু হোয়েলের সচেতনতা দেওয়া যায় তার দিকে লক্ষ রাখছেন উদ্যোক্তারা। থার্মোকল দিয়ে তৈরি হচ্ছে নীল তিমি। উদ্যোক্তাদের একাংশের মতে, মোবাইল নিয়ে ব্যস্ত প্রত্যেকেই। কার মানসিকতা কখন কোন দিকে যায় তা বলা যায় না। সেই কারণেই সচেতনতা। সম্প্রতি ইসলামপুরেরই এক স্কুলের দ্বাদশ শ্রেণীর এক ছাত্র ব্লু হোয়েল খেলছে বলে দাবি শোনা গিয়েছিল। এলাকার যুবকদের তৎপরতায় ধরা পড়ে সে।

অপর দিকে, চাহিদা অনুযায়ী রক্তের জোগান কম ইসলামপুরে। মাঝে মাঝেই রক্তশূন্য থাকে ব্লাড ব্যাঙ্ক। তাই রক্তদান নিয়েও সচেতনতা বাড়াতে প্রচারে নামছেন তাঁরা। মণ্ডপ সজ্জার এক প্রান্তে জায়গাও পাচ্ছে ওই প্রচার। গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড়ে প্রায় বন্ধ পর্যটন। বিভাজনের নীতির বিরুদ্ধে প্ল্যাকার্ডের মাধ্যমে আওয়াজ তুলেছেন তাঁরা। সেখানে প্লাই দিয়েই তৈরি হচ্ছে এই রাজ্যের ম্যাপ। সেখানেই ফুটে উঠবে অখণ্ড বাংলার নানা লেখা ও ছবি।

শুধু তাই নয় সরকারি নানা প্রকল্পের প্রচারগুলিও জায়গা পাবে ইসলামপুরের এই পুজো মণ্ডপে। কন্যাশ্রী থেকে সবজু সাথী কোনও প্রচারই বাদ যাবে না সেখানে। ইসলামপুরের আদর্শ সঙ্ঘে এ বার বালি দিয়েই তৈরি হচ্ছে মণ্ডপ শয্যা। থিমের নাম হয়েছে প্রাগঐতিহাসিক প্রেক্ষাপটে মানব বিবর্তনের কালপঞ্জী ও অখণ্ড বাংলা। পৌরাণিক দিনের আদলে তৈরি হচ্ছে। আর মূর্তির বিশেষত্বে থাকছে বৃক্ষ ছেদনকারী অসুরদের নিধন।

Durga Puja 2017 Bengal Gorkhaland
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy