Advertisement
১৮ মে ২০২৪

অল্পেই জলমগ্ন মালদহ

গত তিনদিন ধরে কখনও মুষলধারে, কখনও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে মালদহে। ইংরেজবাজার ও পুরাতন মালদহ পুরসভার বিভিন্ন এলাকায় জল জমে গেলে তা নামতে দীর্ঘক্ষণ সময় লেগে যাচ্ছে।

 ভোগান্তি: জল ভেঙে যাতায়াত ইংরেজবাজারে। বুধবার। নিজস্ব চিত্র

ভোগান্তি: জল ভেঙে যাতায়াত ইংরেজবাজারে। বুধবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৭ ০২:০৯
Share: Save:

মাত্র ঘণ্টাখানেকের টানা বৃষ্টি। আর তাতেই জলে ভাসছে শহরের অলি-গলি থেকে সর্বত্রই। বর্ষার শুরুতেই বেহাল নিকাশির ছবি ফুটে উঠেছে ইংরেজবাজার ও পুরাতন মালদহ পুরসভায়। বৃষ্টির জমা জলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে দুই শহরের বাসিন্দাদের।

তাঁদের অভিযোগ, নর্দমাগুলো নিয়মিত সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই জল জমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। জনসংখ্যা বাড়লেও নিকাশি নালা রয়েছে পুরনো দিনের মতোই। তবুও হেলদোল নেই পুরসভা কর্তৃপক্ষের। যদিও কর্তৃপক্ষের দাবি, পুজোর আগেই নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে।

গত তিনদিন ধরে কখনও মুষলধারে, কখনও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে মালদহে। ইংরেজবাজার ও পুরাতন মালদহ পুরসভার বিভিন্ন এলাকায় জল জমে গেলে তা নামতে দীর্ঘক্ষণ সময় লেগে যাচ্ছে। ইংরেজবাজারের মহিলা কলেজ রোড, বিনয় সরকার রোড, নেতাজি মোড়-সহ দেশবন্ধু চিত্তরঞ্জন পুরবাজার, কার্নি মোড় মার্কেটে হাঁটু সমান জল জমে রয়েছে। বিপাকে বাসিন্দারা। ভাসছে সর্বমঙ্গলা পল্লি, মালঞ্চ পল্লি, ঝলঝলিয়া, সুভাষ পল্লি, বুড়াবুড়ি তলা, কৃষ্ণপল্লি, ১ নং গভর্নমেন্ট কলোনি, হাসপাতাল সংলগ্ন এলাকা। অভিযোগ, নিকাশি নালাগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। যার জন্য টানা বৃষ্টিতে জল গড়াতে দেরি হচ্ছে। জল বাড়িতে ঢুকে পড়ছে। ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার বলেন, ‘‘পুজোর আগেই নিকাশি নালা সংস্কারের কাজ শেষ হবে।’’ পুরাতন মালদহেও ওই কাজ চলছে বলে জানিয়েছেন চেয়ারম্যান কার্তিক ঘোষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rain Weather Climate Malda মালদহ
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE