Advertisement
১৯ এপ্রিল ২০২৪

শুরু রিলে অনশন

বাগান চালু-সহ একাধিক দাবিতে রিলে অনশন শুরু করল পাহাড়ের পুসিমবং চা বাগানের শ্রমিকেরা। রবিবার দার্জিলিঙের আপার ক্লাবসাইড রোডে বাগানের তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠনের পাঁচ মহিলা শ্রমিক রিলে অনশন শুরু করেছেন।

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং শেষ আপডেট: ২০ জুলাই ২০১৫ ০১:৫০
Share: Save:

বাগান চালু-সহ একাধিক দাবিতে রিলে অনশন শুরু করল পাহাড়ের পুসিমবং চা বাগানের শ্রমিকেরা। রবিবার দার্জিলিঙের আপার ক্লাবসাইড রোডে বাগানের তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠনের পাঁচ মহিলা শ্রমিক রিলে অনশন শুরু করেছেন। আগামী ২৪ জুলাই তৃতীয় বারের জন্য শ্রম দফতর বাগানের অচলাবস্থা নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডেকেছে। শিলিগুড়িতে বৈঠক হওয়ার কথা। তার আগে মালিক পক্ষের উপর চাপ বাড়াতেই অনশন শুরু হয়েছে বলে বাগান সূত্রের খবর।

দার্জিলিং জেলা টি এমপ্লয়িস ওয়াকার্স ইউনিয়নের বাগান শ্রমিকেরা গত মাস থেকে ওই আন্দোলন শুরু করেছেন। কাজের সময়সীমা নিয়ে বাগানে শ্রমিক এবং মালিকপক্ষের গোলমাল শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ রোজ বাগানে ৯ ঘণ্টা কাজের কথা বলেন। এটা আইন বিরোধী। শ্রমিকেরা ৮ ঘণ্টার বেশি কাজ করবেন না বলে জানান। গোলমালের জেরে গত ৩০ জুন থেকে অনশন শুরু হয়। ওই দিন লকআউটের ঘোষণা করেন মালিক পক্ষ। ৪ জুলাই সহকারী শ্রম কমিশনারের ত্রিপাক্ষিক বৈঠকের চিঠি পেয়ে অনশন ওঠে।

কিন্তু সেখানে মালিকপক্ষের কোনও প্রতিনিধি উপস্থিত না হওয়ায় বৈঠক ভেস্তে যায়। গত সপ্তাহে ১৫ জুলাই আরেক দফায় শ্রম দফতরে ত্রিপাক্ষিক বৈঠক হলেও সমাধান সূত্র মেলেনি। তৃণমূলের চা শ্রমিক সংগঠনের পাহাড়ের সাধারণ সম্পাদক জেবি তামাঙ্গ বলেন, ‘‘মালিকপক্ষের লোক না আসলে, সমাধানসূত্র মিলবে না। এই দাবিতে রিলে অনশন চলবে।’’

বাগান সূত্রের খবর, প্রথম ত্রিপাক্ষিক বৈঠকে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় শ্রম দফতরের সামনেই শ্রমিকেরা অনশন শুরু করে দিয়েছিলেন। পরে, দফতরের তরফে বিষয়টি দেখার আশ্বাস দেওয়া হলে তাঁরা সেই সময় অনশন তুলে নেন। কাজের সময়সীমা ছাড়াও শ্রমিকেরা সবেতন ছুটি, কোনও উৎসবের মধ্যে ছুটি হলে তা পরবর্তীতে দেওয়া ছাড়াও বাগানের করণিক নিয়োগের দাবিও আন্দোলনকারীরা তুলেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE