রাজস্থানে মালদহের এক শ্রমিককে খুনের দৃশ্য এখনও দগদগে মানুষের মনে। তার মধ্যেই কোচবিহারের এক বাসিন্দা পঞ্জাবে নিখোঁজ হওয়ায় আতঙ্কিত পরিবার-সহ গোটা জেলা।
পঞ্জাবে ছোট্ট দোকানের মালিক কোচবিহারের বাসিন্দা আব্দুর কাদের খন্দকার। অভিযোগ, বৃহস্পতিবার সকালে স্থানীয় এক ব্যবসায়ী তাঁকে বাইকে চাপিয়ে বাজারে নামিয়ে দেওয়ার কথা বলে দোকান থেকে নিয়ে যান। তার পর থেকেই খোঁজ নেই কাদেরের। তাঁর মোবাইলও বন্ধ। পঞ্জাবের আম্বালা ঘঘোরি থানায় অভিযোগ করেছেন নিখোঁজের ভাই আবুয়াল রহমান।
উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কোচবিহারের বাসিন্দা রবীন্দ্রনাথ ঘোষ। তিনি জেলা প্রশাসনকে ওই ব্যাপারে পঞ্জাবের ওই জেলার সঙ্গে যোগাযোগ করে খোঁজ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “কোনও মতেই মেনে নেওয়া যায় না। ভিনরাজ্যে আমাদের রাজ্যের শ্রমিক আক্রান্ত হচ্ছেন। দেশের যে কোনও জায়গায় কাজ করতে পারেন যে কোনও রাজ্যের বাসিন্দা। আশা করব ওই রাজ্যের প্রশাসন ও পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।”