Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Atreyee River

জবরদখলের শিকার আত্রেয়ী, রাস্তায় ধস, ক্ষোভ বালুরঘাটে

অভিযোগ, বালুরঘাট শহরের নারায়ণপুর এলাকায় দীপঙ্কর রায় নামে এক ব্যক্তি বহুতল ফ্ল্যাট নির্মাণ করছেন। নির্মাণ কাজের পেছনেই রয়েছে আত্রেয়ী খাঁড়ি।

নির্মাণের কারণে ধস আত্রেয়ী খাঁড়িতে।

নির্মাণের কারণে ধস আত্রেয়ী খাঁড়িতে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বালুরঘাট শেষ আপডেট: ১৭ জুন ২০২১ ২০:০৬
Share: Save:

দীর্ঘদিন ধরেই বালুরঘাট শহরের মধ্যে দিয়ে যাওয়া আত্রেয়ী খাঁড়ি ছোট হয়ে যাচ্ছে, খাঁড়ি বুজিয়ে অবৈধ নির্মাণের কারণে। প্রশাসন নির্বিকার থাকায় ফের দেখা গেল, খাঁড়িতে গার্ডওয়াল দিয়ে বহুতল নির্মাণ চলছে বালুরঘাটের নারায়ণপুর এলাকায়। পাশাপাশি, বর্ষার মরসুমে ওই নির্মাণ কাজের ফলে এলাকার চলাচলের রাস্তার বেশ কিছু অংশে ধস নেমেছে। রাস্তা ধসে যাওয়ায়, বালির বস্তা দিয়ে ফাটলের জায়গাটি ঘিরে রাখা হয়েছে। রাস্তা বসে যাওয়ায় নির্মাণ কাজ টি নজরে আসে বালুরঘাট পুরসভার। তারপর‌ই খাঁড়ি দখলের বিষয়টি উঠে এসেছে।

বালুরঘাট শহরের নারায়ণপুর এলাকায় দীপঙ্কর রায় নামে এক ব্যক্তি বহুতল ফ্ল্যাট নির্মাণ করছেন। নির্মাণ কাজের পেছনেই রয়েছে আত্রেয়ী খাঁড়ি। বর্ষার সময় শহরের জল ওই খাঁড়ি দিয়ে আত্রেয়ী নদীতে এসে পড়ে। সেই খাঁড়ির দিকে গার্ড‌ওয়াল দিয়ে নির্মাণ কাজ চলছে। এর প্রতিবাদে সরব হয়েছেন বালুরঘাটের পরিবেশ প্রেমীসংগঠনগুলি। পরিবেশ প্রেমীরা জানান, বালুরঘাট শহরের ‘লাইফ লাইন’ আত্রেয়ী খাঁড়ি দখলের কারণে বুজে যাচ্ছে প্রশাসনের নজরদারির অভাবে। এর ফলে পরিবেশ তার ভারসাম্য হারাবে। এ বিষয়ে প্রশাসনের নজর দেওয়া দরকার।

বালুরঘাট পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন হরিপদ সাহা জানান, জবরদখল এবং নির্মাণের ফলে রাস্তা ভেঙ্গে গিয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। ওই জমির মালিককে তলব করা হয়েছে রাস্তা মেরামত করে দেওয়ার জন্য। পাশাপাশি, জমির কাগজপত্র পুরসভায় আনতে বলা হয়েছে, তাতে জানা যাবে, কতটা জায়গা রয়েছে বা খাঁড়ির জায়গা দখল করা হয়েছে কি না। আপাতত তাঁকে কাজ স্থগিত রাখতে বলা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Balurghat Dakshin Dinajpur Atreyee River Atreyee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE