Advertisement
১৮ মে ২০২৪

কন্যাশ্রীর কবিতায় সেরা শিখা

কন্যাশ্রী দিবস উপলক্ষে চার লাইনের হিন্দি কবিতা লিখে রাজ্যে প্রথম হল জলপাইগুড়ির মাড়োয়ারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শিখা সিংহ৷ আগামী ১৪ অগস্ট কন্যাশ্রী দিবসে কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নেওয়ার কথা তার৷

শিখা সিংহ।  ছবি: সন্দীপ পাল।

শিখা সিংহ। ছবি: সন্দীপ পাল।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৬ ০২:৫৮
Share: Save:

কন্যাশ্রী দিবস উপলক্ষে চার লাইনের হিন্দি কবিতা লিখে রাজ্যে প্রথম হল জলপাইগুড়ির মাড়োয়ারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শিখা সিংহ৷ আগামী ১৪ অগস্ট কন্যাশ্রী দিবসে কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নেওয়ার কথা তার৷ কন্যাশ্রী দিবস উপলক্ষে এ বারও রাজ্য জুড়ে বাংলা, হিন্দি-সহ ছ’টি ভাষায় কবিতা প্রতিযোগিতার আয়োজন হয়েছিল৷ প্রথমে ব্লক পর্যায়ে প্রতিযোগিতা হয়৷ সেখানে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয় তাদের কবিতা পাঠানো হয় জেলা স্তরে৷ সেখান থেকে বাছাই হয়ে প্রথম তিন জনের কবিতা পাঠানো হয় রাজ্য স্তরে প্রতিযোগিতার জন্য৷ সেখানেই হিন্দি কবিতা লেখায় রাজ্যের সেরা হয় শিখা৷ জলপাইগুড়ি মাড়োয়ারি উচ্চ বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী শিখা সিংহ৷ ওই বিদ্যালয়ের শিক্ষিকা লক্ষ্মী বাগচি বলেন, ‘‘পড়াশোনার পাশাপাশি লেখালেখিতেও ঝোঁক রয়েছে শিখার৷’’ রাজ্যে শিখা প্রথম হওয়ায় গোটা স্কুলেই এখন খুশির হাওয়া৷ এ দিন জেলা সর্বশিক্ষা মিশন দফতরে জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে শিখাকে সংবর্ধনাও দেওয়া হয় ৷ সংবর্ধনা দেন জেলাশাসক মুক্তা আর্য৷ মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার পাবে জেনে খুবই খুশি শিখা৷ সে বলে, ‘‘মুখ্যমন্ত্রীকে আগে কখনও সামনে থেকে দেখিনি৷ এবার সেই সুযোগ হচ্ছে৷ আমার খুবই ভাল লাগছে৷’’ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুধু হিন্দি কবিতার বিভাগেই নয়, নেপালি ভাষায় কবিতা লিখে রাজ্যে দ্বিতীয় পুরস্কার পেতে চলেছেন জলপাইগুড়িরই আর এক ছাত্রী প্রতিজ্ঞা বুজেন৷ এ ছাড়া আউট স্ট্যান্ডিং বিভাগে জলপাইগুড়ির আরেক ছাত্রী মুন্নি বেগম কন্যাশ্রী দিবসে পুরস্কৃত হতে চলেছে৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shikha singha Kanyasree
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE