Advertisement
E-Paper

রাতের পেঁচাদের গণেশ পুজো উদ্বোধন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম

‘রাতের পেঁচা’র গণেশ পুজো! প্রথমে শুনলে মনে হতে পারে এ আবার কী? রাতের পেঁচারা গণেশ পুজো করছে, তা কী করে সম্ভব?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ০২:৪৮
শিলিগুড়ির ‘নাইট আউল অ্যাসোসিয়েশন’ ক্লাবের গণেশ পুজোর উদ্বোধনে গৌতম দেব।

শিলিগুড়ির ‘নাইট আউল অ্যাসোসিয়েশন’ ক্লাবের গণেশ পুজোর উদ্বোধনে গৌতম দেব। —নিজস্ব চিত্র।

‘রাতের পেঁচা’র গণেশ পুজো! প্রথমে শুনলে মনে হতে পারে এ আবার কী? রাতের পেঁচারা গণেশ পুজো করছে, তা কী করে সম্ভব?

তবে বাস্তবে বিষয়টা একটু অন্য রকম। এ ক্ষেত্রে আক্ষরিক অর্থে রাতে পেঁচাদের কথা বলা হচ্ছে না। ‘নাইট আউল অ্যাসোসিয়েশন’, শিলিগুড়ির একটি ক্লাবের নাম। বেশ কয়েকজন যুবক পাড়ার হাতিমোড়ে অনেক রাত অবধি আড্ডা মারতেন বলে এলাকাবাসীরা তাঁদের নাম দিয়েছিলেন ‘নাইট আউল’ বা রাতের পেঁচা। সেই যুবকদের উদ্যোগে এলাকায় শুরু হয় গণেশ পুজো। ক্লাবেক নাম রাখা হয় ‘নাইট আউল অ্যাসোসিয়েশন’। প্রথম বছর থেকে তাঁদের পুজোর নজরকাড়ে এলাকাবাসী সহ পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দাদের। চিরাচরিত প্রথা ভেঙে মহিলা পুরোহিত দিয়ে পুজোর কাজ সম্পন্ন করেন ক্লাবের সদস্যরা।

শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

শিলিগুড়ির মেয়র গৌতম দেব। —নিজস্ব চিত্র।

এই বছর তাঁদের মূর্তি মহারাষ্ট্রের পুজোর আদলে তৈরি। বিসর্জনে থাকছে নাসিকের শোভাযাত্রার মত বিশেষ চমক। মঙ্গলবার এই পুজোর উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি জানান, প্রতিবছরই এই পুজোর বিশেষ কিছু আর্কষণ থাকে। ক্লাবের সদস্যরা সমাজে বিশেষ বার্তা প্রদান করেন তাদের পুজোর মধ্যমে।

‘নাইট আউল অ্যাসোসিয়েশন’ ক্লাবে গণেশ পুজোর উদ্বোধনে শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

‘নাইট আউল অ্যাসোসিয়েশন’ ক্লাবে গণেশ পুজোর উদ্বোধনে শিলিগুড়ির মেয়র গৌতম দেব। —নিজস্ব চিত্র।

গৌতম দেব ছাড়া এই পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, বোরো চেয়ারম্যান মিলি সিন্‌হা-সহ বিশিষ্টজনেরা।

ganesh chaturthi Siliguri Mayor Siliguri Gautam Deb
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy