প্রকাশ্য রাস্তায় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে এক চালকল ব্যবসায়ীর সাড়ে তিন লক্ষ টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে পালিয়েছে মোটরবাইক আরোহী দুই দুষ্কৃতী। সোমবার দুপুর আড়াইটে নাগাদ গঙ্গারামপুর শহরের পুরসভার সামনের ঘটনা। শহরের দত্তপাড়ার বাসিন্দা গৌতম দত্ত গঙ্গারামপুরের ওই চালকল মালিকের অফিস কর্মী। শহরের ব্যাঙ্ক থেকে মোটা অংকের টাকা তুলে ফেরা যে নিরাপদ নয় এ দিনের ঘটনায় পুলিশি নজরদারির বেহাল অবস্থা ফের সামনে আসায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। গত পনেরো দিনের মধ্যে চারটি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশ দুষ্কৃতীদের ধরতে পারেনি। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ব্যবসায়ীরা আন্দোলনে নামার হুমকি দিয়েছেন।