ফেব্রুয়ারি মাসের শুরুতে দাঁড়িয়ে শীতের দাপট নিয়ে প্রশ্ন উঠছিল। আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে দিনের বেলায় গরম অনুভূতি হচ্ছিল সমতলে। আবার রাতের দিকে যেমনটা ঠান্ডায় জুবুথুবু হওয়ার কথা, তেমন অনুভূতি না হওয়ায় শীতের বিদায় কার্যত নিশ্চিত বলেই ধরে নিয়েছিল শহরবাসী৷ কিন্তু সেই জল্পনা একেবারে উড়িয়ে দিল সিকিমের আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর , এখনই শীতের বিদায় ঘণ্টা বাজেনি। বিগত বছর এপ্রিলেও তুষারপাত দেখা গিয়েছে। কাজেই সেই জায়গায় দাঁড়িতে এ তো সবে ফেব্রুয়ারি। আগামী সপ্তাহের মধ্যেই ফের দার্জিলিংয়ে তুষারয়াতের কথা জানাল সিকিম আবহাওয়া দফতর। মূলত পাহাড়ের উঁচু জায়গায় পালা করে আগামী বেশ কয়েক দিন তুষারপাত হবে। দিন দুয়েক আগেও গরমের দাপট সমতলে অনুভব করা গেলেও শনিবার থেকে মেঘযুক্ত আকাশ। বইছে কনকনে ঠান্ডা হাওয়া।
সিকিম আবহাওয়া দফতরের ডিরেক্টর গোপীনাথ রাহা বলেন, ‘‘ঘন কুয়াশা থাকবে আগামী কয়েক দিন। বেশ কিছু জায়গায় খুব ঘন কুয়াশা থাকবে। পাহাড়ে হালকা বৃষ্টিপাত, মেঘলা আকাশ থাকছে। উঁচু জায়গায় তুষারপাত থাকবে। সিকিমের লাচেন, লাচুং তো থাকছেই। অন্য দিকে সোম, মঙ্গল ও বুধবারের মধ্যে দার্জিলিঙের সান্দকাফুতে তুষারপাত হবে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। শীত বাড়বে। এখনই বিদায় নেওয়ার কোনও সম্ভাবনা নেই।’’