Advertisement
০২ মে ২০২৪

পদ যেতে পারে বিজেপি নেতাদেরও

দিন কয়েক আগেই রাজ্যের বেশ কিছু জেলায় সভাপতি পরিবর্তন করেছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব৷ এ বার একইভাবে আলিপুরদুয়ার জেলার অন্দরে নেতৃত্বে কিছু পরিবর্তন আনতে চলেছেন বিজেপির জেলা শীর্ষ নেতৃত্ব৷

পার্থ চক্রবর্তী
আলিপুরদুয়ার শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৮ ০৭:২০
Share: Save:

পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে আলিপুরদুয়ারে পদ খোয়াতে চলেছেন বেশ কয়েকজন বিজেপি নেতা৷ সেই তালিকায় দলের জেলা নেতাদের একাংশের পাশাপাশি কয়েকজন মণ্ডল নেতৃত্ব ও বিভিন্ন শাখা সংগঠনের কয়েকজন নেতাও থাকতে পারেন বলে দল সূত্রে খবর৷ লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে সংগঠনকে মজবুত করতে দিন কয়েকের মধ্যেই এই পরিবর্তন আনা হবে বলে আলিপুরদুয়ার জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে৷

দিন কয়েক আগেই রাজ্যের বেশ কিছু জেলায় সভাপতি পরিবর্তন করেছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব৷ এ বার একইভাবে আলিপুরদুয়ার জেলার অন্দরে নেতৃত্বে কিছু পরিবর্তন আনতে চলেছেন বিজেপির জেলা শীর্ষ নেতৃত্ব৷ সূত্রের খবর, সম্প্রতি আসানসোলে শেষ হওয়া রাজ্য কমিটির বৈঠকে হওয়া সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই এই পরিবর্তন আসতে চলেছে৷

এ বারের পঞ্চায়েত নির্বাচনে আলিপুরদুয়ারে জয় পেয়েছে তৃণমূল৷ কিন্তু জেলার বিভিন্ন জায়গায় ভাল ফল করেছে বিজেপি৷ জেলায় ৬৬টির মধ্যে ৮টি পঞ্চায়েত সরাসরি দখল করার সঙ্গে ৬টি পঞ্চায়েত সমিতির মধ্যে কুমারগ্রাম পঞ্চায়েত সমিতিতেও জয়লাভ করেছে বিজেপি৷ কুমারগ্রাম ব্লক থেকে জেলা পরিষদের একটি আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী৷ এই পরিস্থিতিতে দলের আচমকা এই পরিবর্তনের কেন সিদ্ধান্ত?

বিজেপি সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনে আলিপুরদুয়ারে দলের ফলাফলে বিজেপি নেতারা সার্বিকভাবে সন্তুষ্ট৷ কিন্তু ওই নির্বাচনে দলের জেলা, মণ্ডল ও বিভিন্ন শাখা সংগঠনের বেশ কিছু নেতা নিষ্ক্রিয় ছিলেন বলেও অভিযোগ৷ বিজেপির এক নেতার কথায়, ওই নেতারা বাকিদের মত সক্রিয় থাকলে পঞ্চায়েতে জেলায় আরও ভাল ফল করত দল৷ বিষয়টি নিয়ে আসানসোলে দলের বৈঠকে আলোচনা হয়েছে৷ তারপরই লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত৷ রাজ্যস্তরের ওই নেতার কথায়, এমন অনেক নেতা রয়েছেন অতীতে যাঁদের পারফরম্যান্স খুবই ভাল৷ কিন্তু নানা কারণে বর্তমানে দলের বিভিন্ন কমিটিতে তাঁদের জায়গা হয়নি৷ তাঁদের ব্যাপারেও চিন্তাভাবনা করতে জেলা নেতৃত্বকে বলা হয়েছে৷

বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “দিন কয়েকের মধ্যেই আলিপুরদুয়ার জেলায় দলের অন্দরে নেতৃত্বের কিছু পরিবর্তন হবে৷” সেই সংখ্যা আট-দশ হতে পারে বলে জানান তিনি৷ তবে বিজেপি সূত্রের খবর, সংখ্যাটা আরও বেশিও হতে পারে৷ যদিও তিনি পারফরমেন্স কিংবা নিষ্ক্রিয়তার জন্য এই পরিবর্তনের কথা মানতে চাননি৷

গঙ্গাপ্রসাদবাবু বলেন, “দলের জেলা, মণ্ডল কিংবা শাখা সংগঠনের নেতারা কেউ নিষ্ক্রিয় নন৷ সবাই ভাল কাজ করছেন৷ কিন্তু বিভিন্ন জায়গা থেকে দলের অন্দরে আরও কিছু ভাল নেতৃত্ব উঠে আসছেন৷ তাদেরকেও কাজ দিতে হবে৷” তাই দলে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Panchayat Election Chairman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE