Advertisement
০৪ মে ২০২৪
WB Panchayat Election 2023

দণ্ডি-কাণ্ড নিয়ে প্রচারে তরজা বিরবাহা-সুকান্তের

এ দিন দুপুরে লস্করহাটের পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরবাহা অভিযোগ করেন, ‘‘বিজেপি সরকার গরিব মানুষকে উৎখাত করতে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে।’’

প্রচারে আদিবাসী মহিলাদের সঙ্গে কথা বিরবাহার। নিজস্ব চিত্র

প্রচারে আদিবাসী মহিলাদের সঙ্গে কথা বিরবাহার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
তপন শেষ আপডেট: ২৩ জুন ২০২৩ ০৮:৪৬
Share: Save:

পঞ্চায়েত ভোট প্রচারেও দণ্ডি-কাণ্ড নিয়ে শাসক-বিরোধীর চাপানউতোর শুরু হল। গরিব মানুষের সঙ্গে তৃণমূল না বিজেপি—কারা রয়েছেন! তা নিয়েও আদিবাসী-প্রধান তপন এলাকায় প্রচারে দাবি ও পাল্টা দাবি চলেছে। বৃহস্পতিবার দুপুরে তপন ব্লকের আউটিনা পঞ্চায়েতের লস্করহাট মোড়ে তৃণমূল প্রার্থীদের হয়ে জনসংযোগ সভা করেন রাজ্যের বন দফতরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা। ঘণ্টা দুয়েক বাদে, ওই লস্করহাট মোড়ের অদূরে হাটখোলার পাল্টা সভা করে উত্তর দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কার সভায়, কত ভিড় হল, তা নিয়েও দু দলের নেতাদের মধ্যে ছিল চর্চা।

দণ্ডি-কাণ্ড প্রসঙ্গে বিরবাহা বলেন, ‘‘আমি প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওই ঘটনার প্রতিবাদ করি। মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ ব্যবস্থা নেন।’’ লস্করহাট মোড় থেকে প্রায় তিনশো মিটার দূরে হাটখোলার সভায় বিজেপির প্রচার সভায় সুকান্ত অভিযোগ করেন, ‘‘বিরবাহা হাঁসদা আদিবাসী সমাজকে অপমান করছেন। যে মহিলাদের দিয়ে দণ্ডি কাটানো হল, তাঁদের টিকিট দিয়ে তাঁরা মুখ বন্ধ করার চেষ্টা করছেন।’’ বিরবাহার উদ্দেশে সুকান্ত বলেন, ‘‘ক্ষমতা থাকলে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে দাবি করুন, প্রদীপ্তা চক্রবর্তীকে সারা জীবনের জন্য দল থেকে সরিয়ে তাকে গ্রেফতার করতে।’’ এ দিন প্রদীপ্তা ফোন ও মেসেজের জবাব দেননি। প্রদীপ্তার গ্রেফতার প্রসঙ্গে বিরবাহা বলেন, ‘‘আগামী দিনে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই ব্যবস্থা নেবেন।’’

হাটখোলার সভায় বক্তব্য রাখছেন সুকান্ত। নিজস্ব চিত্র

হাটখোলার সভায় বক্তব্য রাখছেন সুকান্ত। নিজস্ব চিত্র

এ দিন দুপুরে লস্করহাটের পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরবাহা অভিযোগ করেন, ‘‘বিজেপি সরকার গরিব মানুষকে উৎখাত করতে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে।’’ তাঁর সংযোজন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় চাল দিচ্ছেন। মহিলাদের ৫০ শতাংশ সংরক্ষণ দিয়েছেন। তাই আমরা মাথা উঁচু করে বাঁচতে পারছি।’’ সুকান্ত পাল্টা বলেন, ‘‘কেন্দ্র সরকার দু’বার পেট্রল ও ডিজ়েলের দাম কমানোর পরেও, মমতা বন্দ্যোপাধ্যায় কমাননি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE