রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর শুরু হওয়ার পর থেকেই সীমান্ত দিয়ে ও পারে পালানোর হিড়িক। এ বার মালদহে গ্রেফতার হল দুই বাংলাদেশি। পাকড়াও করল পুলিশ। কোচবিহারেও সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জালে ধরা পড়লেন তিন জন।
মালদহের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বৈষ্ণবনগর থানা এলাকা থেকে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালদহ পুলিশ। ধৃতদের নাম তাজেল হোসেন,(২২), মোহাম্মদ মোমিন (২৯)। পুলিশ সূত্রে দাবি, তাঁদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনোহরপুর গ্রামে। বৈষ্ণবনগর থানা এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিলেন তাঁরা।
অন্য দিকে, কোচবিহারে অবৈধ ভাবে সীমান্ত পারাপার করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়লেন তিন বাংলাদেশি। ধৃতদের নাম জেসমিন রহমান (৫০), খালিদা আখতার (৩০), মহম্মদ হাসান আলি (৩৫)। সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করার সময় তাঁদের পাকড়াও করেছে বিএসএফের ডালবাড়ি বিওপির ১৬২ নম্বর ব্যাটেলিয়ন। তিন বাংলাদেশির সঙ্গে ধরা পড়েছেন ভারতের দু’জন। তাঁদের নাম মহিরউদ্দিন শেখ (৩০) এবং নজরুল শেখ (২১)।
কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন, ‘‘বিএসএফের ১৬২ নম্বর ব্যাটেলিয়ানের কোম্পানি কমান্ডার ওই পাঁচ জনকে সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। ইমিগ্রেশন আইন এবং ফরেনার্স আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’’