Advertisement
১৭ জুন ২০২৪

বিবাদে জড়িয়ে ধৃত ছাত্র

মদ্যপ অবস্থায় পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল এক কলেজ ছাত্রের বিরুদ্ধে৷ শুক্রবার রাতে জলপাইগুড়ি শহরের উকিল পাড়া এলাকায় ঘটনাটি ঘটে৷ ওই দিন রাতেই তাকে গ্রেফতার করা হয়৷ তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার একটি পুরনো মামলা রয়েছে। এ দিন অবশ্য আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে যায় সে৷

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৭ মে ২০১৭ ০২:৪২
Share: Save:

মদ্যপ অবস্থায় পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল এক কলেজ ছাত্রের বিরুদ্ধে৷ শুক্রবার রাতে জলপাইগুড়ি শহরের উকিল পাড়া এলাকায় ঘটনাটি ঘটে৷ ওই দিন রাতেই তাকে গ্রেফতার করা হয়৷ তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার একটি পুরনো মামলা রয়েছে। এ দিন অবশ্য আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে যায় সে৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত জলপাইগুড়ি আনন্দচন্দ কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র৷ তার বাবা জলপাইগুড়ি আদালতের আইনজীবী৷ ২০১৪ সালে খুনের চেষ্টার একটি অভিযোগে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল৷ শুক্রবার রাতে উকিলপাড়া এলাকায় পুলিশের তল্লাশি চলছিল৷ পুলিশের অভিযোগ, সেই সময় মোটর সাইকেল নিয়ে মদ্যপ অবস্থায় সে ধরা পড়ে৷ পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে সিভিক ভলান্টিয়ারদের সঙ্গে ধস্তাধস্তি হয় বলে অভিযোগ৷

জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, ‘‘খুনের চেষ্টার মামলায় ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ তাকে খুঁজছিল৷ শনিবার রাতে মদ্যপ অবস্থায় মোটর সাইকেল চালানোর সময় পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে সে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে৷ এ দিন তাকে আদালতে পাঠানো হয়৷’’

তবেওই ছাত্রের বাবা আইনজীবী তপন সরকার পাল্টা অভিযোগ করেন, পুলিশ বিষয়টিকে অতিরঞ্জিত করে বলছে৷ তাঁর অভিযোগ, তল্লাশির সময় ছাত্রটির বন্ধুর মোটরসাইকেল আটকে ছিল পুলিশ৷ সে শুধু মোটর সাইকেলটি ছাড়তে অনুরোধ করেছিল৷ সেজন্য তাকে লাঠি দিয়ে মারে পুলিশ৷ পুলিশ অবশ্য এই অভিযোগ মানতে চায়নি৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Student Conflict
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE