ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়াতে চুল কাটলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী জয়শ্রী দেবনাথ। মারণ-রোগে আক্রান্তদের জন্য তা দান করলেন মুম্বইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে। তাঁর বক্তব্য, সকলের কাছে বার্তা দিতেই এমন পদক্ষেপ।
কালিয়াগঞ্জ শহরের হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা জয়শ্রী সংস্কৃত নিয়ে অনার্স পড়েন। তাঁর বক্তব্য, ‘‘আমার এই কাজে মাত্র এক জন ক্যানসার রোগীর উপকার হবে। ক্যানসার আক্রান্ত রোগীদের চুল দানে সকলকে সচেতন করতেই এমন কাজ করলাম।’’
এর আগে গত বছরের জুলাই মাসে ক্যানসার আক্রান্ত রোগীর জন্য দ্বিতীয় শ্রেণির পড়ুয়া মেয়ের চুল দান করেছিলেন রায়গঞ্জের উকিলপাড়ার বাসিন্দা কম্পিউটার ব্যবসায়ী কৌশিক চক্রবর্তী। জয়শ্রীর বাবা গৌতম, মা জয়ন্তীর কথায়, ‘‘মেয়ের এমন ইচ্ছায় আমাদের কোনও আপত্তি ছিল না।’’