Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মার্কশিট অমিল, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা

ফল প্রকাশের পর তিন দিন পেরিয়ে গেলেও কোচবিহারের এবিএন শীল কলেজের পার্ট টু’র বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা এখনও মার্কশিট পাননি বলে অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ পরীক্ষার্থীদের অভিযোগ, শুক্রবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ফল প্রকাশ করেছে।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০১:০৫
Share: Save:

ফল প্রকাশের পর তিন দিন পেরিয়ে গেলেও কোচবিহারের এবিএন শীল কলেজের পার্ট টু’র বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা এখনও মার্কশিট পাননি বলে অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ পরীক্ষার্থীদের অভিযোগ, শুক্রবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ফল প্রকাশ করেছে। কলেজের এক কর্মী শিলিগুড়িতে মার্কশিট আনতে গেলেও তিনি শুধুমাত্র কলা বিভাগের পরীক্ষার্থীদের মার্কশিট নিয়ে আসেন বলে অভিযোগ। ওই কর্মীর গাফিলতির জেরেই এমন হয়েছে বলে বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের দাবি।

কলেজ কর্তৃপক্ষ অবশ্য গাফিলতির অভিযোগ মানতে চায়নি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিমল সাহা জানিয়েছেন, সোমবার ওই কর্মী ফের বিশ্ববিদ্যালয়ে যাবেন। ওই দিন বিকেল থেকে বা মঙ্গলবার থেকে বাকিদের মার্কশিট দেওয়া শুরু হবে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিভাগের বিশেষ আধিকারিক সুশান্ত দত্ত বলেন, “মার্কশিট নিয়ে যাওয়া কলেজের দায়িত্ব।’’ কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে কোনও সমস্যার কথা জানানো হয়নি বলেও জানান তিনি।

কলেজ সূত্রের খবর, তিন শতাধিক পরীক্ষার্থী পার্ট-টু’র পরীক্ষায় বসেন। এ দিকে সোমবারের মধ্যে মার্কশিট না পেলে আন্দোলনের হুমকি দিয়েছেন পরীক্ষার্থীদের একাংশ। তাঁদের অভিযোগ, ওয়েবসাইটে প্রাপ্ত নম্বর বা বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না। ফলে পুনর্মূল্যায়ণ-সহ প্রয়োজনীয় আবেদনের জন্য সময় কম পাওয়া যাবে বলে আশঙ্কা প্রকাশকরেছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Marksheet Students Result
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE