ওয়ার্ডে তারকা প্রচারক এলে চা খাওয়াতে কোন দোকানে নিয়ে যাবেন? তিনি কোন মন্দিরে পুজো দেবেন? ওয়ার্ডে অরাজনৈতিক কিন্তু জনসংযোগ আছে এমন কোন ব্যক্তির বাড়িতে দলের তারকা প্রচারকে খাওয়াতে নিয়ে যাওয়া হবে?
ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, ওয়ার্ড কমিটির সভাপতি এবং নেতাদের ঘণ্টা তিনেকের বৈঠকে এমনই সব তথ্য জানতে চাইল টিম পিকে। সোমবার জলপাইগুড়ির ২৫টি ওয়ার্ডের তৃণমূলের সভাপতি, কাউন্সলির এবং বাছাই করা কর্মীদের নিয়ে বৈঠক করেছেন পিকে টিমের প্রতিনিধিরা। পুরভোট এখনও ঘোষণা হয়নি, প্রার্থীও ঠিক হয়নি। যদিও আগেভাগে তৃণমূলের ‘প্রচার পথ’ তৈরি রাখছে পিকে-র টিম।
জেলা তৃণমূল অফিসে পিকে-র টিম বৈঠক ডাকায় দলের নেতাদের অনেকেই ভেবেছিলাম, পুরভোটের দায়িত্ব বণ্টন অথবা কমিটি গড়া হবে। কয়েক ঘণ্টা ধরে চলা বৈঠকে সে সব নিয়ে কোনও কথা হয়নি বলে সূত্রের খবর। ভোট সম্পর্কেও কিছু বলেননি ভোট কুশলী প্রশান্ত কিশোরের টিমের দুই প্রতিনিধি। শুধু তথ্য জেনেছেন নেতাদের কাছ থেকে।