আর ক’দিন পরেই জলপাইগুড়ি পুরসভার নির্বাচন। তার আগে প্রতিটি ওয়ার্ডে প্রচার চালানোর জন্য তৃণমূলের টিম তৈরি করে দেবে প্রশান্ত কিশোরের (পিকে) টিম। সূত্রের খবর, রাজনীতিতে অভিজ্ঞতা নেই এমন কোনও ব্যক্তিকে দলে টেনে আনা হবে না। বরং তৃণমূলের প্রতিষ্ঠার সময় থেকে যাঁরা দলে ছিলেন তাঁদের মধ্যে থেকেই বেছে নিচ্ছে পিকের টিম। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
এখন যাঁরা দলে সক্রিয় তাঁরা যেমন ওই টিমে থাকবেন। তেমনি আগে সক্রিয় ছিলেন এখন নানা কারণে ‘বসে গিয়েছেন’ তাঁরাও থাকবেন। প্রতি ওয়ার্ডে অন্তত পাঁচজন করে পুরনো মুখ সামনে আনার কৌশল নিয়েছে পিকের টিমের। ওয়ার্ড ধরে ধরে পুরনো নেতাদের একাংশের সঙ্গে ফোনে কথা হয়েছে টিম পিকের। পুরনো কর্মীদের মধ্যে যাঁদের বয়স ৫০ এর নীচে, তাঁরাই পিকে-র টিমের লক্ষ্য। রায়কতপাড়া, নেতাজি পাড়া, আদরপাড়া, শান্তিপাড়া, বোসপাড়া, পান্ডাপাড়ার মতো পাড়াগুলিতে একাধিক ক্লাব রয়েছে। সেগুলি নিয়মিত খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠান করে। এই ক্লাবগুলির
সক্রিয় সদস্যদের অনেকেই একসময়ে ডানপন্থী রাজনীতিতে ছিলেন।তাঁদের সঙ্গেও যোগাযোগ করেছে পিকে-র দল।