Advertisement
E-Paper

টিটিতে জয়ী শিলিগুড়ির খুদেরা

শেষ হল মালবাজারে আয়োজিত প্রথম টেবিল টেনিস টুর্নামেন্ট। দু’দিনের এই টুর্নামেন্ট ঘিরে আগে থেকেই শহরে উৎসাহ তৈরি হয়েছিল। শনিবার থেকে ক্ষুদেদের খেলা শুরু হতেই ভিড় উপচে পড়ে মালবাজার সতকার সমিতির ক্লাব ঘরে। রবিবার বিকেলে টুর্নামেন্টের সব ক’টি বিভাগেই মালবাজার এবং কোচবিহারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শিলিগুড়ির ক্ষুদে প্যাডলারেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৫ ০২:৫০
চলছে মালবাজারের প্রথম টেবিল টেনিস টুর্নামেন্ট। ছবি: দীপঙ্কর ঘটক।

চলছে মালবাজারের প্রথম টেবিল টেনিস টুর্নামেন্ট। ছবি: দীপঙ্কর ঘটক।

শেষ হল মালবাজারে আয়োজিত প্রথম টেবিল টেনিস টুর্নামেন্ট। দু’দিনের এই টুর্নামেন্ট ঘিরে আগে থেকেই শহরে উৎসাহ তৈরি হয়েছিল। শনিবার থেকে ক্ষুদেদের খেলা শুরু হতেই ভিড় উপচে পড়ে মালবাজার সতকার সমিতির ক্লাব ঘরে। রবিবার বিকেলে টুর্নামেন্টের সব ক’টি বিভাগেই মালবাজার এবং কোচবিহারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শিলিগুড়ির ক্ষুদে প্যাডলারেরা।

উল্লেখ্য, মূলত ক্ষুদে প্রতিভাদের তুলে ধরতেই মালবাজার পুরসভার পরিচালনা এবং সতকার সমিতির ব্যবস্থাপনায় টুর্নামেন্টের আয়োজন হয় মালবাজারে। শিলিগুড়ি, কোচবিহার জেলার ক্ষুদে খেলোয়াড়দের সঙ্গে মালবাজাররে শিশু কিশোরেরাও টুর্নামেন্টে যোগ দেয়। উল্লেখ্য, গত বছরেই মালবাজার পুরসভার সাহায্যে সতকার সমিতিতে টেবিল টেনিস অ্যাকাডেমি শুরু করা হয়। প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন কস্তুরী চক্রবর্তীর কোচিং-এ এক বছরেই টেবিল টেনিস ভাল রকমের জনপ্রিয়তা পায়। এ বারে মালবাজারে টেবিল টেনিসের টুর্নামেন্ট আয়োজন করে শহরের ক্ষুদে প্রতিভাদের পাশে দাঁড়াতে চাইছে পুরসভা এবং সতকার সমিতি।

পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা বলেন, ‘‘এক বছরেই বেশ কয়েক জন প্রতিশ্রুতিবান ক্ষুদে প্যাডলার আমরা পেয়েছি। শহরে টিটির যাতে আরও প্রসার ঘটে সে জন্যেই এই আয়োজন।’’ সতকার সমিতির ক্লাব সম্পাদক সুপ্রতীম সরকার এবং ক্রীড়া সম্পাদক টিঙ্কু দাসেরা জানান, শিলিগুড়ি, কোচবিহার, মালবাজার মিলিয়ে শতাধিক ক্ষুদে খেলোয়াড় যোগ দিয়েছে। মালবাজারের শ্রেয়স, দেবজিতদের মত ক্ষুদেরা রবিবারে শিলিগুড়ির সেরা ক্ষুদে প্রতিভাদের সঙ্গে লড়াই করে কোয়ার্টার ফাইনাল অবধি গিয়েছিল। এতেই মালবাজারের সাফল্য দেখছেন টেবিল টেনিসপ্রেমীরা।

টিটি টুর্নামেন্ট আয়োজনের খবরে উৎসাহ ছড়িয়েছে রাজ্য টেবিল টেনিস সংগঠনেও। অল বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি কুন্তল গোস্বামী জানান, ডুয়ার্সে টিটিকে ছড়িয়ে দিতে আমরা দীর্ঘ দিন ধরে উদ্যোগী হলেও মালবাজার যে ভাবে এগিয়ে এসেছে তার প্রধান কৃতিত্ব উৎসাহী বাসিন্দাদেরই প্রাপ্য। এ রকম টুর্নামেন্ট যত হবে, তত মালবাজারে নতুন প্রতিভা সহজে উঠে আসবে বলে মনে করেন কস্তুরী চক্রবর্তীও। নার্সারি বিভাগ, ক্যাডেট বয়েজ, ক্যাডেট গার্লস, সাব জুনিয়র বয়েজ, সাব জুনিয়র গার্লস এই পাঁচ বিভাগে টুর্নামেন্ট আয়োজিত হয়। এই পাঁচ বিভাগে চ্যাম্পিয়ন হন যথাক্রমে শিলিগুড়ির সানিয়া ভৌমিক, প্রতিম কাঞ্জিলাল, দিয়া বল এবং জয়শ্রী দাসেরা। এ দিন শিলিগুড়ি টেবিল টেনিস সংগঠনের কর্মকর্তা সৌরভ সেন পুরস্কার বিতরণীতে যোগ দেন। মালবাজারের উৎসাহ দেখে সৌরভবাবুও দ্রুতই মালবাজার থেকে বড় ধরনের প্রতিভা উঠে আসবে বলেও জানান।

TT championship Siliguri Malbazar cooch behar bengal table tenis association dooars
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy