Advertisement
E-Paper

বিজয় মিছিলে থাকবে খর নজর

ধূপগুড়ি পুরসভার ১৬টি ওয়ার্ড৷ দু’টি ওয়ার্ডে বৃষ্টির জন্য রবিবার ভোট হয়নি। সেই ভোট হয়েছে বুধবার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৭ ০৩:০৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ভোটের ফলাফল নিয়ে গোলমাল এড়াতে কড়া পুলিশি বন্দোবস্ত করা হয়েছে ধূপগুড়ি ও বুনিয়াদপুরে। আজ, বৃহস্পতিবার ওই দু’টি পুরসভার ভোটের ফল ঘোষণা হবে। দুই পুরবোর্ড কাদের দখলের যাবে তা বেলা বাড়তেই পরিষ্কার হয়ে যাবে। টানটান উত্তেজনার পরে এ দিনের অপেক্ষার ব্যস্ত সব শিবিরই। সে কারণেই ফলাফল প্রকাশের পরেই বিজয় মিছিলকে ঘিরে যাতে কোনও সমস্যা না হয়, তা নিয়ে সক্রিয় পুলিশ। দুই জেলা পুলিশের তরফে ভোট গণনাকেন্দ্র তো বটেই বিভিন্ন ওয়ার্ডে বুধবার থেকেই নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন এলাকায় রাখা হয়েছে বাড়তি পুলিশবাহিনীও। সেই সঙ্গে প্রশাসনের নজর রয়েছে বৃষ্টির দিকেও। আবার নদীর জল বাড়লে বহু মানুষ বিপদের মুখে পড়বেন।

ধূপগুড়ি পুরসভার ১৬টি ওয়ার্ড৷ দু’টি ওয়ার্ডে বৃষ্টির জন্য রবিবার ভোট হয়নি। সেই ভোট হয়েছে বুধবার।

ধূপগুড়ি হাইস্কুলে সকাল আটটায় ভোটগণনা শুরু হবে৷ সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা হয়েছে।

কোনও অশান্তি না হলেও পুরসভা নির্বাচনকে ঘিরে প্রথম থেকেই টানটান উত্তেজনা ছিল ধূপগুড়িতে৷ গণনার আগে বুধবার থেকেই বিভিন্ন দলের নেতা-কর্মীরা ভিড় জমাতে শুরু করেছেন ধূপগুড়িতে৷

বুনিয়াদপুরে ১৪টি ওয়ার্ডের ফল ঘোষণা হবে। ২০১৬ সালে বুনিয়াজপুর পুরসভা গঠন করে রাজ্য। এ বার পুরবোর্ডের প্রথম ভোট। পুরসভায় বহু ওয়ার্ডে এখনও জল জমে রয়েছে। দুর্যোগের মধ্যেও বাসিন্দাদের চোখ ভোটযন্ত্রের দিকে। বুনিয়াদপুর মহকুমাশাসক দফতরে ভোট গণনা উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ভোটের দিন বিভিন্ন পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। বাসিন্দাদের আশা, যেই ক্ষমতায় আসুক না কেন, বাসিন্দাদের পরিষেবায় মন দেওয়ার পাশাপাশি দুর্ভোগ থেকে বাসিন্দাদের রেহাই দিতে যথাযথ ব্যবস্থা নেবে।

Municipal election West Bengal Election Commission পুরভোট নির্বাচন কমিশন
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy