বক্সার বাঘের আরও চারটি ছবি ছবি প্রকাশ করল বন দফতর। এই চারটি ছবি একই বাঘের বলে বন দফতরের তরফে জানানো হয়েছে। কিন্তু মঙ্গলবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব সীমানায় পাহাড়ের কাছেও বাঘের পায়ের ছাপ মিলেছে বলে দফতর সূত্রের খবর। যেখান থেকে ভুটানের জঙ্গলের দূরত্বও খুব বেশি নয়। ফলে বাঘটি আদৌ এখনও বক্সার জঙ্গলেই রয়েছে, না ভুটানের দিকে চলে গিয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপ ক্ষেত্র অধিকর্তা (পশ্চিম) হরিকৃষ্ণণ পি জে বলেন, “ব্যাঘ্র প্রকল্পের পূর্ব ডিভিশনের সীমানায় পাহাড়ের দিকে মঙ্গলবার বাঘটির পায়ের ছাপ মিলেছে। সেখান থেকে আরও উঁচুতে ভুটানের জঙ্গল। ফলে বাঘটি ভুটানের দিকে যে চলে গিয়েছে, তা বলা যাবে না। বরং এটুকু বলা যায়, বক্সার জঙ্গলের বিস্তীর্ণ এলাকা জুড়ে বাঘটির গতিবিধি চলছে।” পূর্ব ডিভিশনের যে এলাকায় শেষ বার বাঘের পায়ের ছাপ ধরা পড়েছে, সেখানে নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
প্রায় ২৩ বছর পরে ২০২১ সালের ডিসেম্বর মাসে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে একটি বাঘের দেখা মিলেছিল। ২০২৩ সালেরডিসেম্বর মাসের শেষেও একই ভাবে দু’বার বক্সার জঙ্গলে বাঘের দর্শন মেলে বন দফতরের ট্র্যাপ ক্যামেরায়। তার পর দু’বছরের সামান্য বেশি সময় পরে গত বৃহস্পতিবার রাতেআবারও বক্সার জঙ্গলের ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়ে। বন দফতরের তরফে এ দিন আরও চারটি ক্যামেরায় ধরা পড়া বাঘের ছবি প্রকাশের পরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপ ক্ষেত্র অধিকর্তা জানান, সবগুলি একই বাঘের ছবি বলে তাঁদের ধারণা। এবং এটি পুরুষ বাঘ।
বন দফতর সূত্রের খবর, ২০২১ সাল বা ২০২৩ সালের শীতের মরসুমে ছবি ধরা পড়া বাঘ দু’টিও খুব বেশি দিন বক্সার জঙ্গলে থাকেনি। ভুটানের দিকে চলে গিয়েছিল। ফলে জঙ্গলের পূর্ব ডিভিশনের সীমানায় বুধবার বাঘের পায়ের ছাপ মেলায়, সেই সম্ভাবনাই বাড়ছে। যদিও বক্সার উপ ক্ষেত্র অধিকর্তা বলেন, “মঙ্গলবার পূর্ব ডিভিশনের সীমানায় বাঘটির পায়ের ছাপ দেখা গেলেও, সেটি সেখান থেকে বক্সার জঙ্গলের ভিতরে চলে আসবে বলে আমাদের আশা।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)