Advertisement
১৭ মে ২০২৪

জমি দখলের চেষ্টা, অভিযুক্ত তৃণমূল

জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শিলিগুড়ি লাগোয়া কামরাঙাগুড়ি এলাকায়। সোমবার সকালের ঘটনা। দু’পক্ষেরই দাবি, জমিটি তাঁদের। এক পক্ষ জমি দখল করে বসে আছে। অন্য পক্ষ জমিটি দখল করতে গেলে গোলমাল বাঁধে।

কামরাঙাগুড়ির জমি দখলের চেষ্টার তদন্তে পুলিশ।—নিজস্ব চিত্র

কামরাঙাগুড়ির জমি দখলের চেষ্টার তদন্তে পুলিশ।—নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৪ মে ২০১৬ ০১:৩২
Share: Save:

জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শিলিগুড়ি লাগোয়া কামরাঙাগুড়ি এলাকায়। সোমবার সকালের ঘটনা। দু’পক্ষেরই দাবি, জমিটি তাঁদের। এক পক্ষ জমি দখল করে বসে আছে। অন্য পক্ষ জমিটি দখল করতে গেলে গোলমাল বাঁধে। খবর পেয়ে পুলিশ গিয়ে মধ্যস্থতা করে বিষয়টি মিটিয়ে দেয়। তবে দু’পক্ষই নি‌উ জলপাইগুড়ি ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেছে।

স্থানীয় নদীর বালি তোলার কোয়ারি পারমিট হোল্ডার নুর আলি ওই জমির মালিক বলে এলাকাবাসীর দাবি। নুর আলিরও দাবি, জমি তাঁরই। অভিযোগ, তৃণমূলের কয়েক লোক গিয়ে ওই জমিতে দখল করতে যায়। তৃণমূলের এক স্থানীয় নেতাও স্বীকার করেন দখলকারীরা তৃণমূলেরই। কিন্তু জমি কার এ নিয়ে বিতর্ক রয়েছে বলে তাঁর দাবি। শিলিগুড়ি পুলিশের এসিপি পূর্ব পিনাকী মজুমদার বলেন, ‘‘জমি কার তা জানতে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের সাহায্য নেওয়া হবে। তবে এলাকায় যাতে কোনও গোলমাল না ঘটে সে জন্য নজর রয়েছে।’’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনেক দিন ধরে জমিটি নুরের দখলে রয়েছে। নুর জানান, জমিটি তিনি তসিরুদ্দিন নামে এক ব্যক্তির কাছ থেকে জমি কিনেছেন। নুরের স্ত্রী মালেকা খাতুন বলেন, ‘‘এ দিন সকালে তৃণমূলের কয়েক লোক জমিতে দখল করতে আসে। বাধা দিলে ঢিল মারে। আমাদের উপর চড়াও হয়। আমরা থানায় একটি অভিযোগ দায়ের করেছি।’’

যদিও তাসিরুদ্দিনের নাতি জহিরুল মহম্মদের দাবি, জোর করে জমি দখল করা হয়‌েছিল। তিনি বলেন, ‘‘আমার দাদুর জমি সিপিএমের আমলে নুর জোর দখল করে নেন। আমাদের কাছে জমির দলিল রয়েছে।’’ তবে মারধর বা হামলার অভিযোগ তাঁরা স্বীকার করেননি। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police TMC CPM Land
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE