Advertisement
০২ মে ২০২৪
West Bengal Panchayat Election 2023

ভোটপ্রচারে বেরিয়ে রক্তাক্ত সিপিএম প্রার্থী, মার কর্মীদেরও, তুফানগঞ্জে অভিযুক্ত তৃণমূল

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ভোটপ্রচারে বেরিয়ে ছিলেন তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের ৯/২২২ নম্বর বুথের সিপিএম প্রার্থী আফসার আলি। মিছিলে আচমকা হামলা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন দুই সিপিএম কর্মী।

হাসপাতালে চিকিৎসাধীন দুই সিপিএম কর্মী। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
তুফানগঞ্জ শেষ আপডেট: ২৭ জুন ২০২৩ ১৯:২০
Share: Save:

পঞ্চায়েত ভোটের প্রচার ঘিরে আবার অশান্তি কোচবিহারে। এ বার ঘটনাস্থল তুফানগঞ্জ। সিপিএমের অভিযোগ, ভোটপ্রচারে বেরিয়ে আক্রান্ত হয়েছেন তাঁদের প্রার্থী। হামলায় সিপিএম কর্মীরাও আহত হয়েছেন। প্রার্থী-সহ তিন জনকে ভর্তি করানো হয়েছে স্থানীয় হাসপাতালে। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ভোটপ্রচারে বেরিয়ে ছিলেন তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের ৯/২২২ নম্বর বুথের সিপিএম প্রার্থী আফসার আলি। মিছিলে আচমকা হামলা হয় বলে অভিযোগ। সিপিএমের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিনা প্ররোচনায় তাদের প্রার্থীর উপর হামলা করেছে। শরীরের একাধিক অংশে আঘাত পান আফসার। এ ছাড়া সিপিএমের দুই কর্মী মফিজউদ্দিন মণ্ডল এবং ওয়াহাব আলি মিঞা। গুরুতর আহত অবস্থায় তিন জনকেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে।

এ নিয়ে সিপিএমের জেলা কমিটির সদস্য অসীম সাহা বলেন, ‘‘সিপিএম প্রার্থী আফসার-সহ কয়েক জন সিপিএম কর্মী নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন। তাঁরা একটি বাড়িতে ভোট প্রচারে করছিলেন। ওই সময় তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদের ঘেরাও করে। বিনা প্ররোচনায় মারধর করে। হামলায় আমাদের প্রার্থী আফসার-সহ তিন জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’’

তবে তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শাসকদলের দাবি, সিপিএমের কোনও শক্তি নেই ওই এলাকায়। তারা নাটক করে প্রচার পাওয়ার কৌশল করছে। তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি গণেশচন্দ্র বর্মণ বলেন, ‘‘সমস্ত মিথ্যা অভিযোগ করছে সিপিএম। তৃণমূল হিংসার রাজনীতি করে না। ওই এলাকায় সিপিএমের কোনও সংগঠন নেই। ওদের উপর হামলা করারও কোনও কারণ নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE