Advertisement
১৭ জুন ২০২৪

পুলিশের সামনেই রণক্ষেত্র

বিজেপি-তৃণমূল সংঘর্ষে বৃহস্পতিবার রণক্ষেত্র হয়ে উঠল আলিপুরদুয়ার ১ ব্লকের বিডিও অফিস সংলগ্ন এলাকা। তৃণমূলের দাবি বিজেপি সমর্থকরা তাদের উপরে হামলা চালায়।  বিজেপি কর্মীদের পাল্টা দাবি তৃণমূলের প্ররোচনার জেরে এ দিন সংঘর্ষ হয়েছে। ঘটনা পুলিশের সামনেই হওয়ায় প্রশ্ন উঠেছে এলাকায়।

তুলকালাম: আলিপুরদুয়ারে বিডিও অফিসের সামনে তাণ্ডব সামলানোর চেষ্টা পুলিশের। ছবি: নারায়ণ দে

তুলকালাম: আলিপুরদুয়ারে বিডিও অফিসের সামনে তাণ্ডব সামলানোর চেষ্টা পুলিশের। ছবি: নারায়ণ দে

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৮ ০২:৩৫
Share: Save:

বিজেপি-তৃণমূল সংঘর্ষে বৃহস্পতিবার রণক্ষেত্র হয়ে উঠল আলিপুরদুয়ার ১ ব্লকের বিডিও অফিস সংলগ্ন এলাকা। তৃণমূলের দাবি বিজেপি সমর্থকরা তাদের উপরে হামলা চালায়। বিজেপি কর্মীদের পাল্টা দাবি তৃণমূলের প্ররোচনার জেরে এ দিন সংঘর্ষ হয়েছে। ঘটনা পুলিশের সামনেই হওয়ায় প্রশ্ন উঠেছে এলাকায়। আলিপুরদুয়ারের পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ জানান, ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়ন রয়েছে। ঘটনায় শচীন্দ্র বাসুনিয়া নামে এক এসআই জখম হয়েছেন।

এ দিন দুপুর দু’টো নাগাদ আলিপুরদুয়ার ১ ব্লকের বাবুরহাটে বিডিও অফিসে মনোনয়ন জমা চলছিল। বিডিও অফিসের ভিতরে ও বাইরে দাঁড়িয়েছিল দশ বারো জন পুলিশকর্মী। সেই সময় আচমকা সোনাপুরের দিক থেকে কিছু লোক এলোপাথারি পাথর ছুড়তে শুরু করে বলে অভিযোগ। বিডিও অফিসের গেটের আশেপাশে থাকা তৃণমূল কর্মীরা সেখান থেকে পালাতে শুরু করে। অভিযোগ, সেই সময় বিজেপি কর্মীরা একাধিক ছোট গাড়ি ও অটোর কাচ ভেঙে দেন। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছন।

পুলিশ জানিয়েছে, এক কন্সটেবল ও সিভিক ভলান্টিয়ারের গায়ে পাথর লেগেছে। আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের বিডিও নরবু শেওয়াং শেরপা জানান, এ দিন শান্তিপূর্ণ ভাবে মনোনয়ণ জমা চলছিল। আচমকা দুপুর দুটো নাগাদ বিডিও অফিসে গেটের বাইরে হামলা হয়।

তৃণমূলের ব্লক সভাপতি মনোরঞ্জন দে বলেন, ‘‘পূর্ব পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে বিজেপি। আমাদের বহু কর্মীকে পাথর ছুড়ে মারা হয়েছে। বিজেপি এলাকাকে উত্তপ্ত করে দিল। জয়ন্ত রায় নামে বসটারি এলাকার বিজেপি নেতা কোচবিহারের থেকে কর্মী সমর্থক এনে হামলা চালায়। আমারা কাউকে মনোনয়ন পেশে বাধা দিইনি,তা সরাকারী তথ্য বলবে। আমাদের এক কর্মী কৃষ্ণ মল্লিক গুরুত্ব জখম হয়ে হাসপাতালে ভর্তি।’’ বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা জানান, ‘‘আমাদের কর্মীদের ঢুকতে দেয়নি তৃণমূল। কিছু কর্মী আগে বিডিও অফিসে ঢুকতে পেরেছিল, তারা মনোনয়ন জমা দিয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Clash BJP TMC Police Alipurduar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE