Advertisement
১৯ মে ২০২৪
পাল্টা হুমকি মেয়রের

ডেঙ্গি, রাস্তায় নামবে তৃণমূল

ডেঙ্গি নিয়ে ব্যর্থতার অভিযোগ তুলে শিলিগুড়ি পুরসভার বিরুদ্ধে রাস্তায় নামার সিদ্ধান্ত নিল তৃণমূল। রবিবার দুপুরে হিলকার্ট রোডে ওই ঘোষণা করেছেন মন্ত্রী তথা দলের জেলা সভাপতি গৌতম দেব।

গৌতম দেব। — নিজস্ব চিত্র

গৌতম দেব। — নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৬ ০২:২৫
Share: Save:

ডেঙ্গি নিয়ে ব্যর্থতার অভিযোগ তুলে শিলিগুড়ি পুরসভার বিরুদ্ধে রাস্তায় নামার সিদ্ধান্ত নিল তৃণমূল। রবিবার দুপুরে হিলকার্ট রোডে ওই ঘোষণা করেছেন মন্ত্রী তথা দলের জেলা সভাপতি গৌতম দেব।

গৌতমবাবুর দাবি, ‘‘নাগরিক পরিষেবা দিতে মেয়র অশোক ভট্টচার্য়ের নেতৃত্বে পুরসভা পুরোপুরি ব্যর্থ। কোনও প্রকল্প নেই, সাফাই নেই, ডেঙ্গি নিয়ে প্রচার বা ব্যবস্থা নেই। লোক শহরে মারা যাচ্ছে। আর মেয়র রাজনীতি নিয়ে ব্যস্ত। এর প্রতিবাদে টানা আন্দোলনে নামব।’’

গৌতমবাবু জানান, ৭ ডিসেম্বর থেকে প্রতিটি ওয়ার্ডে সাফাই অভিযান হবে। সাধ্য মতো ব্লিচিং পাউডার, চুন ছড়ানো হবে। সেই সঙ্গে মিছিল, পথসভা, পদযাত্রা থাকছে। সাধারণ মানুষ ছাড়াও স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনকে সঙ্গে নিয়ে তাঁরা এই কাজ করবেন। তার পরে পাঁচ দিন আলাদা আলাদা ৫টি বরো দফতরে সকাল থেকে ১২ ঘণ্টার অবস্থান বিক্ষোভ হবে। ৬ জানুয়ারি, কেন্দ্রীয় ভাবে ৪৭টি ওয়ার্ডের মানুষ পুরসভা ঘেরাও করবেন। সেখানে বিক্ষোভ সমাবেশ ছাড়াও রাজ্য সরকার, বিভিন্ন সংস্থার থেকে পুরসভা কত টাকা পেয়েছে সে সব মিলিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে। দলের সর্বস্তরের নেতারা যোগ দেবেন। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, শহরে ইতিমধ্যে ডেঙ্গিতে ২ জন মারা গিয়েছেন। আক্রান্ত ১৫০। মন্ত্রী জানান, দলনেত্রী নির্দেশ দিলে আমি মন্ত্রী হলেও পুরসভা ঘেরাও কর্মসূচিতে থাকব। এই পুরসভাকে শহর থেকে সরাতেই হবে।

মন্ত্রী ঘোষণার কিছু ক্ষণ পরেই শিশু পাচার, রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য দফতর এবং সরকারের বিরুদ্ধে পাল্টা আন্দোলনে নামার কথা জানান মেয়র অশোকবাবু। তিনি বলেন, ‘‘৬ ডিসেম্বর চিটফান্ড, এসজেডিএ দুর্নীতির সঙ্গে শিশু পাচার, ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মিছিল হবে। গৌতমবাবু পর্যটন মন্ত্রী হওয়ার পর তাঁর কাজ কম। তাই নানা কিছু করতে চাইছেন।’’ মেয়রের বক্তব্য, ‘‘সকলের সহযোগিতা চাই। তরজা না করে মেয়র, সভাধিপতি, মুখ্যস্বাস্থ্য আধিকারিক-সহ সকলকে নিয়ে মন্ত্রী বৈঠক ডাকার ব্যবস্থা করলে স্বাগত জানাব। আমি তা করতে ওঁকে চিঠিও দিচ্ছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

dengue tmc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE