আবার মালদহের কালিয়াচকে গুলি চলল। গুলির ঘায়ে আহত এক ব্যক্তি। তিনি ছাড়াও আরও এক জনকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, হামলাকারী এবং আক্রান্তরা— উভয়েই তৃণমূল সমর্থক।
মঙ্গলবার সকালে কালিয়াচক থানার যদুপুর এলাকায় গুলি চলে। জালালউদ্দিন শেখ ওরফে লুপুকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। আহত আরও এক জন ওই হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে খবর, একটি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে দু’পক্ষের বচসা বাধে। অভিযোগ, বচসা থামাতে গিয়ে আক্রান্ত হন লুপু। তাঁর পেটে গুলি লেগেছে বলে খবর। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন এক ব্যক্তি। বন্দুকের বাট দিয়ে তাঁর নাকে আঘাত করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন:
লুপুর পরিবারের দাবি, স্থানীয় তৃণমূল নেতা বাবর শেখের পুত্র হেদায়েত গুলি চালিয়েছেন। যদিও এখনও পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কালিয়াচক থানার পুলিশ। তারা গোটা ঘটনা খতিয়ে দেখছে। পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ঘটনার খবর আমরা পেয়েছি। যে বা যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।’’ কী থেকে, কেন এ ধরনের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে বলে জানান এসপি। বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। কিছু অভিযোগ মিলেছে, তার ভিত্তিতে তদন্ত চলছে বলে জানান তিনি।