Advertisement
০৪ মে ২০২৪

দুই ছাত্রী উদ্ধার

স্কুলের পোশাক পরে মুম্বইগামী ট্রেনে দুই বালিকাকে উঠতে দেখে সন্দেহ হয়েছিল রেলপুলিশের। তাদের তৎপরতায় পাচার হওয়া থেকে রক্ষা পেল মালদহের চাঁচলের দুই ছাত্রী। গত বৃহস্পতিবার রাতে কাটিহার থেকে ওই দুই বালিকাকে উদ্ধার করার পর স্থানীয় চাইল্ড লাইনের হাতে তুলে দেয় রেল পুলিশ।

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৫ ০২:০৫
Share: Save:

স্কুলের পোশাক পরে মুম্বইগামী ট্রেনে দুই বালিকাকে উঠতে দেখে সন্দেহ হয়েছিল রেলপুলিশের। তাদের তৎপরতায় পাচার হওয়া থেকে রক্ষা পেল মালদহের চাঁচলের দুই ছাত্রী।

গত বৃহস্পতিবার রাতে কাটিহার থেকে ওই দুই বালিকাকে উদ্ধার করার পর স্থানীয় চাইল্ড লাইনের হাতে তুলে দেয় রেল পুলিশ। মালদহ হোম হয়ে শনিবার রাতে বাড়ি ফিরেছে ওই দুই বালিকা। ভিন্ রাজ্যে পাচারের উদ্দেশ্যে প্রতিবেশী যুবক তাদের ফুঁসলিয়ে নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ। বছর চব্বিশের অক্ষয় রায় নামে ওই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে রবিবার দুই বালিকার পরিবারের লোকেরা চাঁচল থানায় অভিযোগ জানিয়েছে।

আরপিএফের সাব ইন্সপেক্টর সুমের মিনার। সুমের মিনা বলেন, ‘‘স্কুলের পোশাক পরে দুই ছাত্রীকে একা ট্রেনে উঠতে দেখে সন্দেহ হয়েছিল। ঠিকই বুঝেছিলাম। তাই রক্ষা করতে পারলাম। একজনের কাছে ওর কাকার টেলিফোন নম্বর ছিল। তা নিয়ে বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rail police student RPF Malda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE