Advertisement
০৭ মে ২০২৪

জাতীয় সম্মান দুই শিক্ষকের

শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য এ বছর শিলিগুড়ির এক শিক্ষক এবং এক শিক্ষিকা জাতীয় পুরস্কার পাচ্ছেন। সংশ্লিষ্ট স্কুল পরিদর্শকের দফতর সূত্রে জানা গিয়েছে, এক জন দূর্বা ব্রহ্ম। অপর জন প্রহ্লাদ কুমার বিশ্বাস। দূর্বাদেবী শিলিগুড়ির রবীন্দ্রনগর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৬ ০১:৪৫
Share: Save:

শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য এ বছর শিলিগুড়ির এক শিক্ষক এবং এক শিক্ষিকা জাতীয় পুরস্কার পাচ্ছেন। সংশ্লিষ্ট স্কুল পরিদর্শকের দফতর সূত্রে জানা গিয়েছে, এক জন দূর্বা ব্রহ্ম। অপর জন প্রহ্লাদ কুমার বিশ্বাস। দূর্বাদেবী শিলিগুড়ির রবীন্দ্রনগর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা। প্রহ্লাদবাবু নকশালবাড়ির বুধকরণ জোত নিম্নবুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁরা জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় খুশির হাওয়া শিলিগুড়ির শিক্ষামহলে। ৫ সেপ্টেম্বর দিল্লিতে পুরস্কার দেওয়া হবে।

স্কুল এবং স্কুল পরিদর্শকের দফতর সূত্রে জানা গিয়েছে, ২০০৪ সালে দুর্বাদেবী যখন ওই স্কুলে যোগ দেন তখন মাধ্যমিক পর্যন্ত পড়ানো হত। উচ্চ মাধ্যমিকস্তরে উন্নিত করতে উদ্যোগী ছিলেন দূর্বাদেবী। সে সময় মেয়েদের এই স্কুলে সীমানা পাঁচিল না থাকায় সমস্যা হত। পরবর্তীতে উদ্যোগী হয়ে তা করেন। প্রধান শিক্ষিকা বলেন, ‘‘আমার এই সম্মানে স্কুলের নাম মানুষের কাছে বেশি করে পৌঁছবে এটাই বড় পাওনা।’’

প্রহ্লাদবাবু যে স্কুলের প্রধান শিক্ষক সেখানে প্রত্যন্ত এলাকার বিভিন্ন ভাষাভাষীর পড়ুয়া রয়েছে। আদিবাসী-সহ বিভিন্ন সম্প্রদায়ের প্রচলিত ভাষায় অনেকে কথা বলে। ওই সব ভাষা রপ্ত করে ছাত্রছাত্রীদের বাংলা পাঠ্যক্রম বোঝানো হয়। স্কুলে তাদের বাংলায় কথা বলা অভ্যাস করানো হয়। প্রহ্লাদবাবু বলেন, ‘‘দায়বদ্ধতা, শিক্ষকতা করা এটাই আমার কাছে বড়। এই সম্মান পেতে স্কুলের অন্যান্য শিক্ষক, কর্মীদের সহযোগিতা রয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

national award
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE