Advertisement
০৫ মে ২০২৪

পরীক্ষার ছবি স্কুলে

মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অভিযোগ উঠেছে৷ তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন৷ তাই সুভাষনগর হাইস্কুলে গোটা উচ্চ মাধ্যমিক পরীক্ষাটাই ভিডিওগ্রাফি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৮ ০২:০২
Share: Save:

মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অভিযোগ উঠেছে৷ তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন৷ তাই সুভাষনগর হাইস্কুলে গোটা উচ্চ মাধ্যমিক পরীক্ষাটাই ভিডিওগ্রাফি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার দিন সুভাষনগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিদয়াল রায়ের বিরুদ্ধে সময়ের আগে প্রশ্নপত্র খোলার অভিযোগ উঠেছিল৷ যা পর্ষদ কর্তাদের নজরে আনেন ময়নাগুড়ির অবর বিদ্যালয় পরিদর্শক তথা এলাকায় মাধ্যমিক পরীক্ষার অফিসার ইনচার্জ বিশ্বনাথ ভৌমিক৷ অভিযোগ, ওই ঘটনার পরেই স্কুলের একাধিক শিক্ষক বিশ্বনাথবাবুকে ফোন করে অভিযোগ করেন, শুধু সময়ের আগে প্রশ্ন খোলাই নয়, বাংলা থেকে অঙ্ক পরীক্ষা পর্যন্ত সেই প্রশ্ন রীতিমতো ফাঁস করেছেন হরিদয়ালবাবু৷ এই ঘটনায় গোটা রাজ্যেই হইচই পড়ে যায়৷ ঘটনার তদন্তে বিশ্বনাথবাবু, হরিদয়ালবাবু সহ পরীক্ষার সঙ্গে যুক্ত আধিকারিকদের ডেকে পাঠান পর্ষদ কর্তারা৷

সূত্রের খবর, মাধ্যমিক পরীক্ষায় ওই এলাকায় মূল ভেনু ছিল ময়নাগুড়ি হাইস্কুল৷ যার অধীনে একটি পরীক্ষাকেন্দ্র ছিল সুভাষনগর হাইস্কুল৷ কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এলাকার মূল সেন্টারই সুভাষনগর হাইস্কুল৷ যার অধীনে ওই স্কুলের পাশাপাশি ময়নাগুড়ি হাইস্কুল, ময়নাগুড়ি গার্লস হাইস্কুল, শহীদগড় হাইস্কুল, খাগড়াবাড়ি গার্লস হাইস্কুল ও দোমহনির স্কুল রয়েছে৷ সুভাষ নগর হাইস্কুলে আসন পড়েছে শহীদগড় হাইস্কুল, পলহোয়েল হাইস্কুল ও জল্পেশ লক্ষ্মীকান্ত হাইস্কুলের ছাত্রদের৷

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেন্টার ইনচার্জের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সুভাষ নগর হাই স্কুলের প্রধান শিক্ষক হরিদয়াল রায়কে৷

যদিও মূল কেন্দ্র বা মূল সেন্টার হিসাবে সুভাষ নগর হাইস্কুলই থাকছে৷ হরিদয়ালবাবুর জায়গায় সেন্টার ইনচার্জ করা হয়েছে সহকারী প্রধান শিক্ষক নিরঞ্জন অধিকারীকে৷ নিরঞ্জনবাবু বলেন, ‘‘উচ্চমাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ভাবে পরিচালনা করতে আমরা বদ্ধ পরিকর৷ পরীক্ষার সব নিয়ম যাতে কঠোর ভাবে মানা হবে৷’’

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ময়নাগুড়ির অফিসার ইনচার্জ তথা অবর বিদ্যালয় পরিদর্শক মৌমিতা শর্মা বলেন, ‘‘সুভাষনগর হাইস্কুলে কড়া নজরদারির পাশাপাশি পরীক্ষার সময় ভিডিওগ্রাফিও করা হবে৷’’

সূত্রের খবর, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনও গোলমাল এড়াতে সুভাষনগর হাইস্কুলে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হচ্ছে৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE