Advertisement
০১ মে ২০২৪
Darjeeling Municipality

অনীত ও তৃণমূলের দখলে যাচ্ছে দার্জিলিং পুরসভা? অনাস্থা প্রক্রিয়া আটকাল না হাই কোর্ট

উচ্চ আদালতের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ বুধবার জানিয়ে দেয়, হামরোর পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনায় কোনও বাধা নেই।

দার্জিলিং পুরসভা দখলের পথে অনীতেরা? নিজস্ব ছবি।

দার্জিলিং পুরসভা দখলের পথে অনীতেরা? নিজস্ব ছবি।

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ ১৩:৫৬
Share: Save:

দলে লাগাতার ভাঙনের জেরে ক্ষমতাচ্যুত হওয়ার শঙ্কা আগেই তৈরি হয়েছিল দার্জিলিঙের হামরো পার্টির অন্দরে। এ বার কলকাতা হাই কোর্টের নির্দেশে বিরোধীদের পথও পরিষ্কার হয়ে গেল। দার্জিলিং পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিতে রাজি হল না আদালত। উচ্চ আদালতের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ বুধবার জানিয়ে দেয়, হামরোর পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনায় কোনও বাধা নেই।

গত ২৪ নভেম্বর পুরসভার চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে অনীত থাপার প্রজাতান্ত্রিক মোর্চার ৬ জন কাউন্সিলর বৈঠকে বসতে নোটিস দেন। কিন্তু সেই বৈঠক ডাকা হয়নি। এর পর ১৩ ডিসেম্বর ভাইস চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়। তাতেও কাজ না হওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে আগামী বুধবার অনাস্থা নিয়ে প্রাথমিক বৈঠক করতে চেয়ে কয়েক জন কাউন্সিলর আলোচনায় বসেন। তার পরেই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আটকাতে হাই কোর্টের সার্কিট বেঞ্চে যায় হামরো পার্টি। সেই আবেদনের ভিত্তিতে সোমবার বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দেন, হামরো পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারবেন কাউন্সিলররা।

প্রসঙ্গত, গত মাসেই হামরো পার্টির ৫ কাউন্সিলর অনীতের প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দেন। তার পর থেকেই ক্ষমতার হাতবদলের জল্পনা শুরু হয়ে যায় পাহাড়ের রাজনীতিতে। এ বার আদালতের এই নির্দেশের জেরে আরও অস্বস্তিতে অজয় এডওয়ার্ডের দল হামরো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Darjeeling Municipality
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE