Advertisement
২১ মে ২০২৪

নাবালিকাকে উদ্ধারের দাবি

এক নাবালিকাকে উদ্ধারের কাজে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে আন্দোলনে নামলেন ওই কিশোরীর প্রতিবেশী মহিলারা। রবিবার দুপুরে রায়গঞ্জের মহারাজপুর সুভাষগঞ্জ এলাকার প্রায় ৭০ জন মহিলা ওই নাবালিকাকে উদ্ধার ও তাকে অপহরণের অভিযোগে মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে প্রায় দেড় ঘন্টা রায়গঞ্জ থানায় বিক্ষোভ দেখান। আইসি-র কাছে একটি স্মারকলিপিও জমা দেন তাঁরা। স্থানীয় দুর্গাবাহিনী নামের একটি মহিলা সুরক্ষা সংগঠনের নেতৃত্বে ওই আন্দোলন হয়।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৫ ০২:০৭
Share: Save:

এক নাবালিকাকে উদ্ধারের কাজে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে আন্দোলনে নামলেন ওই কিশোরীর প্রতিবেশী মহিলারা। রবিবার দুপুরে রায়গঞ্জের মহারাজপুর সুভাষগঞ্জ এলাকার প্রায় ৭০ জন মহিলা ওই নাবালিকাকে উদ্ধার ও তাকে অপহরণের অভিযোগে মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে প্রায় দেড় ঘন্টা রায়গঞ্জ থানায় বিক্ষোভ দেখান। আইসি-র কাছে একটি স্মারকলিপিও জমা দেন তাঁরা। স্থানীয় দুর্গাবাহিনী নামের একটি মহিলা সুরক্ষা সংগঠনের নেতৃত্বে ওই আন্দোলন হয়। সংগঠনের অভিযোগ, ওই নাবালিকার নিখোঁজ হওয়ার প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও পুলিশ তাকে উদ্ধার করার ব্যাপারে কোনও উদ্যোগী হচ্ছে না। উল্টে পুলিশের তরফে ওই নাবালিকার পরিবারের সদস্যদের নামে অপপ্রচার চালানো হচ্ছে।

রায়গঞ্জ থানার আইসি গৌতম চক্রবর্তী দাবি করেন, কিছুদিন আগে গোপনসূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল দিল্লিতে অভিযান চালিয়েও ওই নাবালিকাকে উদ্ধার করতে পারেনি। অভিযুক্তদের মোবাইল ফোনের সূত্র ধরে ওই নাবালিকাকে উদ্ধারের চেষ্টা চলছে। তিনি বলেন, ‘‘ওই নাবালিকাকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতারের স্বার্থে আন্দোলনকারীদের সহযোগিতা চেয়েছি।’’

পুলিশ সূত্রের খবর, ওই নাবালিকা রায়গঞ্জের মহারাজপুর সুভাষগঞ্জ এলাকার বাসিন্দা। গত ৪ মার্চ থেকে সে নিখোঁজ। ওই ঘটনার পর নাবালিকার বাবা রায়গঞ্জ থানায় প্রতিবেশী গ্রাম দুলহর এলাকার ৪ বাসিন্দার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করে গত ১১ মার্চ পুলিশ দু’জনকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে জেরা জানতে পারে নাবালিকা দিল্লিতে রয়েছে। নাবালিকার মায়ের অভিযোগ, ‘‘মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে পাচারের উদ্দেশ্যে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে।’’ এদিন দুর্গাবাহিনীর সদস্যদের সঙ্গে থানায় গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

দুর্গাবাহিনীর উত্তর দিনাজপুর জেলার সহকারী সভাপতি উষারানি দাস বলেন, ‘‘পুলিশের নিষ্ক্রিয়তার জন্যই ওই নাবালিকা উদ্ধার হচ্ছে না। ওই নাবালিকা বর্তমানে কোথায় কোন পরিস্থিতিতে আছে সেকথা ভেবে তার বাবা-মা দুশ্চিন্তায় রয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে ওই নাবালিকাকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতার করা না হলে থানায় অনশনে বসা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE