Advertisement
০৮ মে ২০২৪

বনকর্মীদের তৎপরতায় চোরাই শাল কাঠ উদ্ধার

বছরের প্রথম দিনেই চোরাই কাঠের বিরুদ্ধে অভিযানে সফলতা পেল বনকর্মীরা।

কাঠ উদ্ধার। নিজস্ব চিত্র।

কাঠ উদ্ধার। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২১ ১৮:২২
Share: Save:

বছরের প্রথম দিনেই চোরাই কাঠের বিরুদ্ধে অভিযানে সফলতা পেল বনকর্মীরা। আলিপুরদুয়ারের পূর্ব চেপানি এলাকা থেকে চোরাই শাল কাঠ উদ্ধার করেছেন কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের কর্মীরা।

শুক্রবার সকালে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের পূর্ব চেপানি এলাকায় অভিযান চালায় বনকর্মীরা। বন বিভাগের তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে এদিন সকালে পূর্ব চেপানি এলাকায় অভিযান চালানো হয়। শাল কাঠগুলি উদ্ধার করে কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে। উদ্ধার হওয়া চোরাই কাঠগুলির আনুমানিক বাজার মূল্য ৭০ হাজার টাকা। উল্লেখ্য, বুধবার অসম-বাংলা সীমানার পাকরিগুড়ি এলাকা থেকে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের সেগুন কাঠ উদ্ধার করে কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের বনকর্মীরা। লাগাতার এই ধরনের অভিযান এখন চলবে বলে বন বিভাগের তরফে জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Forest Officer Alipurduar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE