Advertisement
২০ মে ২০২৪

বিষাইছে বায়ু, নিভায়েছে আলো

মাথার উপরে পাহাড়, পায়ের কাছে একের পর এক নদী। হাত বাড়ালে জঙ্গল। এবং এই প্রকৃতির সঙ্গে মিশে রয়েছে পশু, পাখি, প্রজাপতি, বিরল কীটপতঙ্গ, মানুষ...। রাজ্য পর্যটনের সেরা বিজ্ঞাপন হতে পারে উত্তরবঙ্গ। অথচ সব কিছুই বিপন্ন মানুষের জন্য। হাতির পথ দখল হয়ে যাচ্ছে। বিদ্যুতের বেড়ায় ঘিরছে জঙ্গল। নদীরা শুকিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে রাইখড় বা বোরোলির মতো স্বাদু মাছ। আইনের ফাঁক গলে, কখনও অর্থের মাধ্যমে নেতা-কর্তাদের হাত করে রমরমিয়ে চলছে পরিবেশ বিষিয়ে দেওয়ার কু-কাজ। আজ, বিশ্ব পরিবেশ দিবসে উত্তরবঙ্গের সেই দূষণ-চিত্রটাই তুলে ধরলেন কিশোর সাহা।মাথার উপরে পাহাড়, পায়ের কাছে একের পর এক নদী। হাত বাড়ালে জঙ্গল। এবং এই প্রকৃতির সঙ্গে মিশে রয়েছে পশু, পাখি, প্রজাপতি, বিরল কীটপতঙ্গ, মানুষ...। রাজ্য পর্যটনের সেরা বিজ্ঞাপন হতে পারে উত্তরবঙ্গ। অথচ সব কিছুই বিপন্ন মানুষের জন্য। হাতির পথ দখল হয়ে যাচ্ছে। বিদ্যুতের বেড়ায় ঘিরছে জঙ্গল। নদীরা শুকিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে রাইখড় বা বোরোলির মতো স্বাদু মাছ। আইনের ফাঁক গলে, কখনও অর্থের মাধ্যমে নেতা-কর্তাদের হাত করে রমরমিয়ে চলছে পরিবেশ বিষিয়ে দেওয়ার কু-কাজ। আজ, বিশ্ব পরিবেশ দিবসে উত্তরবঙ্গের সেই দূষণ-চিত্রটাই তুলে ধরলেন কিশোর সাহা।

শেষ আপডেট: ০৫ জুন ২০১৬ ০২:২৩
Share: Save:

সবিস্তার পড়তে ক্লিক করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

world environment day pollution
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE