Advertisement
২৫ এপ্রিল ২০২৪

অফিস ঘরের দেওয়াল ভাঙায় অভিযুক্ত সিপি

বহিরাগত ও পড়ুয়াদের অবাধ প্রবেশ রুখতে ও নিরাপত্তার কারণে কলেজের অফিস রুমে একাধিক কাউন্টার তৈরির কাজ শুরু করেছেন রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ কর্তৃপক্ষ। অফিসঘরের দেওয়াল তৈরির কাজ কিছুটা হয়েও গিয়েছে।

ভাঙা হয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষাকর্মীদের অফিস ঘরের দেওয়াল।—নিজস্ব চিত্র।

ভাঙা হয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষাকর্মীদের অফিস ঘরের দেওয়াল।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৪ ০২:২৪
Share: Save:

বহিরাগত ও পড়ুয়াদের অবাধ প্রবেশ রুখতে ও নিরাপত্তার কারণে কলেজের অফিস রুমে একাধিক কাউন্টার তৈরির কাজ শুরু করেছেন রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ কর্তৃপক্ষ। অফিসঘরের দেওয়াল তৈরির কাজ কিছুটা হয়েও গিয়েছে। মঙ্গলবার দুপুরে সেই দেওয়াল ভেঙে দেওয়ার অভিযোগ উঠল ছাত্র পরিষদের সমর্থকদের একাংশের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তারা।

কলেজের শিক্ষাকর্মী সমিতির সম্পাদক তপন নাগের অভিযোগ, “ছাত্র পরিষদের সমর্থকেরা নির্মীয়মাণ ওই দেওয়ালটি ভেঙে দিয়েছেন।” কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ দে সরকার ও টিচার্স কাউন্সিলের সম্পাদক তাপস মোহান্ত ঘটনার কথা স্বীকার করেছেন। তবে তাঁরা সরাসরি ছাত্র পরিষদের বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি। দিলীপবাবুর দাবি, “ঘটনার সময়ে ছিলাম না। মনে হয়, কিছু পড়ুয়া ভুল বুঝে দেওয়াল ভেঙে দিয়েছে। ছাত্ররা সন্তানতুল্য। তাই কোথাও অভিযোগ করব না।” তবে তপনবাবু বলেন, “দেওয়াল থাকলে ছাত্র পরিষদের সমর্থকেরা যখন-তখন অফিসরুমে ঢুকতে পারবেন না। ফলে পড়ুয়াদের মধ্যে তাঁদের প্রভাব কমে যাবে। সেটা আশঙ্কা করেই, এ দিন ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্র পরিষদের সমর্থকেরা নির্মীয়মাণ গার্ডওয়ালটি ভেঙে দিয়েছেন।” অভিযোগ না করলেও টিচার্স কাউন্সিলের সম্পাদক তাপস মোহান্ত , “কারও চাপে অফিসঘরে কাউন্টার তৈরির সিদ্ধান্ত থেকে সরবে না কলেজ কর্তৃপক্ষ। বুধবার থেকে ফের গার্ডওয়াল তৈরির কাজ শুরু হবে।” কলেজ সূত্রের খবর, ভারপ্রাপ্ত অধ্যক্ষের ঘরের পাশেই রয়েছে কলেজের অফিস ঘর। সেখানে ছ’জন শিক্ষাকর্মী পাশাপাশি বসে প্রশাসনিক নানা কাজকর্ম পরিচালনা করেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান, অফিস ঘরে সারাবছর ধরে স্নাতক স্তরের পড়ুয়াদের ভর্তি, পরীক্ষার ফর্ম দেওয়া ও জমা নেওয়া, পরীক্ষার ফল পূনর্মূল্যায়ণ প্রক্রিয়া, ভর্তি ও পরীক্ষার ফি জমা নেওয়া-সহ নানা কাজকর্ম হয়। তা ছাড়া ওই ঘরে গুরুত্বপূর্ণ নথিও থাকে। সেই কারণেই, বহিরাগত ও পড়ুয়াদের অবাধ প্রবেশ রুখতে এবং নিরাপত্তার কারণে একটি দেওয়াল তৈরি করে কাউন্টার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার থেকে সেই কাজ শুরু হয়। এ দিন ছাত্র পরিষদ সমর্থকেরা প্রায় ১৫ ফুট লম্বা ও তিন ফুট উঁচু নির্মীয়মান দেওয়ালটি ভেঙে দেন বলে অভিযোগ।

কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক তথা ছাত্র পরিষদ নেতা শুভাশিস সাহা অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন, “তৃণমূলের স্বঘোষিত নেতা তপনবাবু ছাত্র পরিষদের নামে বদনাম রটাতে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছেন।” নির্মীয়মান দেওয়ালের একাংশ নরম থাকায় সেটি এ দিন ভেঙে পড়েছে বলে দাবি তাঁর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE