Advertisement
০৭ মে ২০২৪

আলু নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের উদ্যোগ

উত্তরবঙ্গের আলু ভিনরাজ্যে পাঠানোর জট কাটাতে ব্যবসায়ীদের নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে উদ্যোগী হলেন জলপাইগুড়ির জেলা তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তী। আলু সঙ্কট মেটাতে বুধবার উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে জলপাইগুড়িতে আলোচনায় বসেন সৌরভ।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৪ ০২:১৬
Share: Save:

উত্তরবঙ্গের আলু ভিনরাজ্যে পাঠানোর জট কাটাতে ব্যবসায়ীদের নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে উদ্যোগী হলেন জলপাইগুড়ির জেলা তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তী। আলু সঙ্কট মেটাতে বুধবার উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে জলপাইগুড়িতে আলোচনায় বসেন সৌরভ।

তিনি জানান, আগামী ৮ অগস্ট কলকাতায় প্রথমে আলু ব্যবসায়ীরা দলের সর্বভারতীয় নেতা মুকুল রায়ের কথা বলবেন। ওই সভায় কৃষি বিপণন মন্ত্রী উপস্থিত থাকতে অনুরোধ করছি। এর পরে ব্যবসায়ীদের নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসব।

উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির কর্তারা জানান, বর্তমানে বিভিন্ন হিমঘরে ৪ লক্ষ ৫ হাজার ১৮২ মেট্রিক টন আলু মজুত রয়েছে। তারমধ্যে ৬০ হাজার মেট্রিক টন আলু চাষিরা আগামী মরশুমের বীজের জন্য রেখেছেন। নতুন আলু বাজারে না আসা পর্যন্ত স্থানীয় চাহিদা মেটাতে লাগবে ১ লক্ষ ১২ হাজার ৫০০ মেট্রিক টন আলু। এর পরেও বাড়তি থেকে যাবে ২ লক্ষ ৩২ হাজার ৬৮২ মেট্রিক টন আলু। সংগঠনের সম্পাদক কার্তিক দাস বলেন, “বাড়তি আলু ভিন রাজ্যে না পাঠালে পচে নষ্ট হবে।”

জেলা তৃণমূল সভাপতি জানান, শুধু ব্যবসায়ীরা নয়, ওই জট না কাটাতে পারলে জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক বিপাকে পড়বে। সৌরভ নিজে ওই ব্যাঙ্কের চেয়ারম্যান। তিনি বলেন, “আলু চাষের জন্য কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাঙ্ক থেকে ৮৫ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। হিমঘর থেকে আলু বার না হলে চাষিরা মার খাবে। ব্যাঙ্ক সমস্যায় পড়বে।

ওই কারণে ৮ অগস্ট প্রথমে দলের নেতা মুকুল রায় এবং পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসে সমস্যা মেটানোর চেষ্টা করছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

jalpaiguri potato
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE