Advertisement
১৯ এপ্রিল ২০২৪
রায়গঞ্জে এইমসের দাবিতে আন্দোলন

উত্তরবঙ্গ জুড়ে আন্দোলনের হুমকি কংগ্রেসের

রায়গঞ্জেই এইমসের দাবিতে গোটা উত্তরবঙ্গে বনধ ডাকার হুমকি দিল কংগ্রেস। সোমবার শিলিগুড়ি দার্জিলিং জেলা কংগ্রেসের তরফে একটি বিক্ষোভ মিছিল করা হয়। কয়েকশ কংগ্রেস নেতা কর্মীরা হিলকার্ট রোড-সহ বিভিন্ন এলাকা মিছিল করে মহকুমা শাসকের দফতরের সামনে জমায়েত করেন। সেখানে রায়গঞ্জেই এইমস গঠনের দাবিতে মহকুমা শাসকের মাধ্যমে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হয়। স্মারকলিপি দেওয়া নিয়ে কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশে ধস্তাধস্তিও হয়। তবে কেউ জখম হননি।

রায়গঞ্জে এইমস চেয়ে ধর্মঘট ছিল সোমবার। পানিশালায় জাতীয় সড়ক অবরোধ চাষিদের।

রায়গঞ্জে এইমস চেয়ে ধর্মঘট ছিল সোমবার। পানিশালায় জাতীয় সড়ক অবরোধ চাষিদের।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৪ জুন ২০১৪ ০৪:৪০
Share: Save:

রায়গঞ্জেই এইমসের দাবিতে গোটা উত্তরবঙ্গে বনধ ডাকার হুমকি দিল কংগ্রেস। সোমবার শিলিগুড়ি দার্জিলিং জেলা কংগ্রেসের তরফে একটি বিক্ষোভ মিছিল করা হয়। কয়েকশ কংগ্রেস নেতা কর্মীরা হিলকার্ট রোড-সহ বিভিন্ন এলাকা মিছিল করে মহকুমা শাসকের দফতরের সামনে জমায়েত করেন। সেখানে রায়গঞ্জেই এইমস গঠনের দাবিতে মহকুমা শাসকের মাধ্যমে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হয়। স্মারকলিপি দেওয়া নিয়ে কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশে ধস্তাধস্তিও হয়। তবে কেউ জখম হননি।

কংগ্রেস সূত্রের খবর, আগামী শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর শিলিগুড়ি আসার কথা রয়েছে। সেখানে ছয় জেলার কংগ্রেস নেতাদের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। তার পরেই উত্তরবঙ্গ জুড়ে আন্দোলনের কমর্সূচি ঘোষণা করা হবে। এআইসিসি সদস্য তথা দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার বলেন, “তৃণমূল কংগ্রেসের চক্রান্তে উত্তরবঙ্গকে বঞ্চিত করা হচ্ছে। এটা আমরা হতে দেব না। দ্রুত কংগ্রেস বৈঠকে বসবে। টানা আন্দোলন ছাড়াও আমরা গোটা উত্তরবঙ্গ বনধ ডাকতে পারি।” শঙ্করবাবু জানান, প্রিয়রঞ্জন দাশমুন্সির স্বপ্ন এইমসের ধাঁচে হাসপাতাল হলে উত্তরবঙ্গ, উত্তর পূর্বাঞ্চলের একাংশ, সিকিম, বিহারের মানুষ উপকৃত হতেন। মানুষকে দক্ষিণ ভারতে ছুটতে হত না।

বেসরকারি বাস না থাকায় দুর্ভোগ। ছবি তরুণ দেবনাথ।

দার্জিলিং জেলা বামফ্রন্টও এইমস নিয়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। এদিন সিপিএম নেতা তথা প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য বলেন, “আগামী ২৫ জুন জেলা বামফ্রন্টের বৈঠক হবে। ওই দিনই আন্দোলনের চূড়ান্ত রূপরেখা তৈরি হবে। আমরা নাগরিক কনভেনশন ছাড়াও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ বা অন্যত্র কোথাও অবস্থান কর্মসূচির করা হবে।” অশোকবাবু জানান, আমরা রায়গঞ্জেই এইমস চাই। কল্যানী নিয়ে আমরা কোনও আপত্তি নেই। তবে রায়গঞ্জে আগে ওই হাসপাতাল হতে হবে। এ ছাড়া বাম আমলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজকে এইমসের মতো উন্নতিকরণের প্রক্রিয়া শুরু হয়। যা কিছুই হয়নি। আমরা এই দাবিতেও আন্দোলন করব।

শিলিগুড়িতে কংগ্রেসের মিছিল।

বামফ্রন্টের তরফে এদিন জানানো হয়েছে, ২৫ জুন শিলিগুড়ি পুরসভা এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের দ্রুত নির্বাচনের দাবিতে গণস্বাক্ষর অভিযান এবং এলাকা ভিত্তিক সভা শুরু হবে। ২৭ জুন শিলিগুড়ি, এনজেপি, ভক্তিনগর, নকশালবাড়ি, খড়িবাড়ি এবং ফাঁসিদেওয়া থানার সামনে বিকাল ৩টা থেকে ৬টা অবধি তৃণমূলের সন্ত্রাস এবং বাম নেতা কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ হবে। ১৮ জুলাই জেলাশাসককে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্মারকলিপি দেওয়া হবে। প্রাক্তন পুরমন্ত্রী অশোকবাবু জানান, এসজেডিএ নিয়ে সিবিআই তদন্তের দাবি, তৃণমূল কংগ্রেস বোর্ড সদস্যদের গ্রেফতার ছাড়াও হিমূল এবং এনবিএসটিসি নিয়ে টানা আন্দোলন শুরু হবে।

ছবি: বিশ্বরূপ বসাক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

aiims raigunj congress agitation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE