Advertisement
২৭ এপ্রিল ২০২৪

‘এ গ্রেড’ পুরসভা রায়গঞ্জ

নাগরিক পরিষেবা দেওয়ার কাজ খতিয়ে দেখে সন্তুষ্ট হয়ে রায়গঞ্জ পুরসভাকে ‘এ গ্রেড’ পুরসভার মর্যাদা দিল কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রক। গত ২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রকের তরফে পুরসভার চেয়ারম্যান মোহিত সেনগুপ্তকে চিঠি পাঠিয়ে ওই কথা জানানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ০২:৪৭
Share: Save:

নাগরিক পরিষেবা দেওয়ার কাজ খতিয়ে দেখে সন্তুষ্ট হয়ে রায়গঞ্জ পুরসভাকে ‘এ গ্রেড’ পুরসভার মর্যাদা দিল কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রক। গত ২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রকের তরফে পুরসভার চেয়ারম্যান মোহিত সেনগুপ্তকে চিঠি পাঠিয়ে ওই কথা জানানো হয়েছে।

পুরসভা সূত্রের খবর, কয়েক মাস আগে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রকের একটি প্রতিনিধি দল রায়গঞ্জে এসে পুরসভার বিভিন্ন নাগরিক পরিষেবা দেওয়ার কাজ খতিয়ে দেখে মন্ত্রকে একটি রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টের ভিত্তিতেই এরপর মন্ত্রকের তরফে রায়গঞ্জ পুরসভাকে ওই মর্যাদা দেওয়া হয়। পুরসভার চেয়ারম্যান তথা রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত বলেন, “এখন থেকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কেন্দ্র আরও বেশি টাকা বরাদ্দ করবে বলে জানিয়েছে। পুরসভার সকল কাউন্সিলর, কর্মী, আধিকারিক ও বাসিন্দাদের সহযোগিতা ছাড়া এই মর্যাদা পাওয়া সম্ভব হতো না।”

পুরসভা সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রক পুরসভার যে সমস্ত নাগরিক পরিষেবা দেওয়ার কাজ খতিয়ে দেখে সন্তুষ্ট হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল, পুরসভার নিজস্ব বোতলবন্দি পরিশ্রুত পানীয় জল বাসিন্দাদের বাজারের চাইতে কম দামে বিক্রি, পুর এলাকার বাড়ি বাড়ি গিয়ে সাফাইকর্মীদের আবর্জনা সংগ্রহ ও জঞ্জাল অপসারণ, শহরের নিকাশিনালার নিয়মিত সাফাই, ডেঙ্গি ও ম্যালেরিয়া রুখতে পুরসভার তরফে বছরে দুবার করে পুর এলাকায় কীটনাশক তেল ও গ্যাস ছড়ানোর কর্মসূচি।

পুরসভার ভাইস চেয়ারম্যান রণজকুমার দাস বলেন, “দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আইন অনুযায়ী গত প্রায় চারবছর ধরে পুরসভা শহরে নিয়মিত অভিযান চালিয়ে নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ, থালা, বাটি ও গ্লাসের কারবার বন্ধ করতে সফল হয়েছে। পুরসভার মর্যাদা পাওয়ার পিছনে এটাও অন্যতম কারণ।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

raiganj grade a
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE