Advertisement
২৫ এপ্রিল ২০২৪

এসপি বদলি নিয়ে তরজা

দায়িত্ব নেওয়ার চার মাসের মাথায় বদলি হলেন উত্তর দিনাজপুরের পুলিশ সুপার অমিত জাভালগি। আর এই বদলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সদ্যজয়ী সিপিএম সাংসদ মহম্মদ সেলিম। পুলিশ সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে পাঠানো বদলির নির্দেশ মঙ্গলবার হাতে পেয়েছেন পুলিশ সুপার। তাঁকে কলকাতার ভবানী ভবনে সিআইডির স্পেশাল সুপার পদে বদলি করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ২১ মে ২০১৪ ০১:৪৩
Share: Save:

দায়িত্ব নেওয়ার চার মাসের মাথায় বদলি হলেন উত্তর দিনাজপুরের পুলিশ সুপার অমিত জাভালগি। আর এই বদলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সদ্যজয়ী সিপিএম সাংসদ মহম্মদ সেলিম। পুলিশ সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে পাঠানো বদলির নির্দেশ মঙ্গলবার হাতে পেয়েছেন পুলিশ সুপার। তাঁকে কলকাতার ভবানী ভবনে সিআইডির স্পেশাল সুপার পদে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় জেলা পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে মালদহের প্রাক্তন পুলিশ সুপার রাজেশ যাদবকে।

আজ, বুধবার তাঁর দায়িত্ব নেওয়ার কথা। অমিত জাভালগি গত ২৪ জানুয়ারি জেলা পুলিশ সুপারের দায়িত্ব নেন। এ দিন তিনি শুধু বলেন, “সরকারি নির্দেশ অনুযায়ী বুধবার সিআইডির স্পেশাল সুপারিনটেনডেন্টের পদে দায়িত্ব নেব। গত চারমাস জেলার আইনশৃঙ্খলা সবদিক থেকেই স্বাভাবিক রাখার চেষ্টা করেছি।”

পুলিশ সুপারের বদলির নির্দেশের কথা জানতে পেরে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মহম্মদ সেলিম। তিনি বলেন, গোটা রাজ্যে তৃণমূল প্রার্থীদের জেতাতে সরকার পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে সন্ত্রাস, রিগিং, বুথদখল ও ছাপ্পাভোট করিয়েছে। এখানে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। তৃণমূল পরাজিত হয়েছে অমিতবাবু পুলিশ সুপারের দায়িত্ব নেওয়ার পর জেলায় সেভাবে আইনশৃঙ্খলার অবনতিও হয়নি। এটা পুরোটাই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে না পেরে বদলি।” জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত পুলিশ সুপারের বদলি নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে বিজেপির জেলা সভাপতি শুভ্র রায়চৌধুরীর অভিযোগ, “তৃণমূল প্রার্থী চতুর্থ স্থান পেয়েছে। তাই বদলির নামে পুলিশ সুপারকে কার্যত শাস্তি দিল রাজ্য সরকার।” অভিযোগ উড়িয়ে দিয়ে জেলা তৃণমূল সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক অমল আচার্যের দাবি, “পুলিশ সুপারের বদলির বিষয়টি সম্পূর্ণ সরকারি ব্যাপার। রাজনীতির সম্পর্ক নেই।”

দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বদলি হয়েছেন মালদহে। এ দিন দুপুরে তিনি মালদহে পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করেছেন। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার শিসরাম ঝাঝোরিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

police super north dinajpur transfer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE