Advertisement
E-Paper

কর্মী নেই, ইসলামপুর থেকে কলকাতা বাস পরিষেবা বন্ধ

বাস ও কর্মীর অভাবে দু’বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ইসলামপুর ডিপো থেকে কলকাতা ও রানাঘাট যাওয়ার বাস পরিষেবা। কবে তা চালু হবে, তা নিয়ে কোনও সদুত্তর দিতে পারছে না পরিবহণ সংস্থার কর্মীরা। ফলে বিপাকে পড়তে হচ্ছে বাসিন্দাদের। বন্ধ রয়েছে ইসলামপুর থেকে আলিপুরদুয়ার যাওয়ার বাস পরিষেবাও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৪ ০২:২১

বাস ও কর্মীর অভাবে দু’বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ইসলামপুর ডিপো থেকে কলকাতা ও রানাঘাট যাওয়ার বাস পরিষেবা। কবে তা চালু হবে, তা নিয়ে কোনও সদুত্তর দিতে পারছে না পরিবহণ সংস্থার কর্মীরা। ফলে বিপাকে পড়তে হচ্ছে বাসিন্দাদের। বন্ধ রয়েছে ইসলামপুর থেকে আলিপুরদুয়ার যাওয়ার বাস পরিষেবাও।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় সংস্থার ইসলামপুর ডিপো থেকে প্রতি দিন কলকাতা যাওয়ার জন্য একটি রকেট বাস ও একটি সাধারণ বাস চলত। রানাঘাট যাওয়ার জন্যও ওই ডিপো থেকে একটি বাস পরিষেবা চালু ছিল। প্রায় তিনবছর আগে প্রতি দিন বিকেল ৫টায় ইসলামপুর ডিপো থেকে কলকাতাগামী রকেট বাস ও বিকেল সাড়ে ৫টায় কলকাতাগামী সাধারণ একটি বাস ছাড়ত। ভোর সাড়ে ৪টেয় ছাড়ত রানাঘাটের বাসটি। কিন্তু পর্যাপ্ত রকেট বাস না থাকায় প্রথমে বন্ধ হয়ে যায় সেই পরিষেবাটি। তার পরে ডিপোটি শিলিগুড়িতে স্থানান্তরিত হওয়ার তিন মাস আগে নতুন বাসের অভাবে বন্ধ হয়ে যায় কলকাতা যাওয়ার অন্য বাসটিও। তার পরে ফের ডিপোটি ইসলামপুরে ফিরিয়ে আনা হলেও সেই বাস পরিষেবা আর চালু হয়নি। বেহাল রাস্তার কারণে রানাঘাট পর্যন্ত বাস পরিষেবাও বন্ধ। ওই ডিপোর ৫টি রুটে ৮টি বাস চলাচল করলেও বর্তমানে ডিপোতে বাস রয়েছে ৯টি। বেশির ভাগই বেশ পুরনো। ওই ডিপো সূত্রে জানা গিয়েছে, কলকাতা ও রানাঘাট রুটে বাস চালাতে গেলে বাসের সংখ্যা ও কর্মী বাড়াতে হবে।

বাস পরিষেবা না থাকায় ক্ষুব্ধ ইসলামপুরের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, কলকাতা যেতে হলে, শিলিগুড়ি, কোচবিহার-সহ অন্যান্য এলাকার বাসের উপর নির্ভরশীল হয়ে থাকতে হচ্ছে তাঁদের। ফলে বেশির ভাগ সময়েই আসন পাওয়া যায় না। ইসলামপুর শহরের বাসিন্দা পেশায় শিক্ষক জীবেশ ঘোষ, সুব্রত বিশ্বাসেরা বলেন, “প্রায়ই কলকাতা যেতে হয়। আগে থেকে টিকিট না কাটলে ট্রেনের সংরক্ষিত আসন মেলে না। কাজেই বাসের উপর নির্ভর করতে হয়। এখন তো এই ডিপোর কোনও বাস নেই যাতে কলকাতায় যাব।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ইসলামপুর ডিপোতে বর্তমানে ৪৪ জন কর্মী রয়েছেন। তাঁদের মধ্যে ১৪ জন বাসচালক, ১৩ জন কন্ডাক্টর। এক কর্মী জানান, এত কম বাস নিয়ে প্রতিদিন দূরপাল্লার বাস পরিষেবা দেওয়া সম্ভব না। প্রতিদিন ওই পরিষেবা দিতে হলে ভাল বাসের প্রয়োজন। তাঁর কথায়, “যা রয়েছে, তা লোকাল রুটেই পর্যাপ্ত নয়।” এছাড়াও কলকাতা যাওয়ার জন্য কমপক্ষে দু’জন করে চালক ও কন্ডাক্টরের প্রয়োজন বলে জানান তিনি। এ বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ইসলামপুর ডিপো ইনচার্জ চিরঞ্জিত সরকার বলেন, “কলকাতা পর্যন্ত ডিপোর বাস পরিষেবা চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশ মতোই ব্যবস্থা নেওয়া হবে।”

ইসলামপুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী আবদুল করিম চৌধুরী বলেন, “এলাকার ওই বাস পরিষেবা যাতে ফের চালু করা যায়, সেই নিয়ে সংশ্লিষ্ট দফতরকে জানানো হয়েছে।”

nbstc ishlampur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy