ডালখোলা শ্রীঅগ্রসেন কলেজ পরিচালনার ক্ষেত্রে বেনিয়ম হচ্ছে। এই অভিযোগ তুলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কলেজের প্রশাসককে বৃহস্পতিবার স্মারকলিপি দিলেন ছাত্র পরিষদের সদস্যরা। ছাত্র পরিষদের দাবি, কলেজের ছাত্রসংসদের সাধারণ সম্পাদক-সহ গুরুপূর্ণ পদে থাকা আরও এক জন তৃতীয় বর্ষের পরীক্ষায় পাশ না করতে পারলেও সেই পদে রয়েছেন। যা নিয়ম বিরুদ্ধ। এ ছাড়া শিক্ষক-শিক্ষিকারা নিয়ম মেনে কলেজে আসেন না। ডালখোলা কলেজের অধ্যক্ষ জয়িতা বসু বলেন, ‘‘একটি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কলেজের সাধারণ সম্পাদক কোনও টাকা তুলতে পারবেন না। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’’ কলেজের প্রশাসক প্রানোতোষ সেন জানিয়েছেন, কলেজের বেশ কিছু বিষয় নিয়ে বৈঠক হয়েছে। স্মারকলিপি প্রসঙ্গে তিনি জানান, ছাত্রছাত্ররীরা একটি স্মারকলিপি দিয়েছেন। তবে সময়ের অভাবে তা দেখা হয়নি।