Advertisement
০৩ মে ২০২৪

কড়া নিরাপত্তা কোচবিহারে

প্রচারে কোচবিহারে আসছেন ডান-বাম সব দলের শীর্ষ নেতা-নেত্রীরা। ‘ওজনদার’ নেতা নেত্রীদের তালিকায় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রদেশ কংগ্রেস সভাপতি, সিপিএম পলিটব্যুরো সদস্য রয়েছেন। অসুস্থতার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রচারে আসবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৪ ০২:২৬
Share: Save:

প্রচারে কোচবিহারে আসছেন ডান-বাম সব দলের শীর্ষ নেতা-নেত্রীরা। ‘ওজনদার’ নেতা নেত্রীদের তালিকায় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রদেশ কংগ্রেস সভাপতি, সিপিএম পলিটব্যুরো সদস্য রয়েছেন। অসুস্থতার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রচারে আসবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে বেশ কয়েক জন ‘তারকা’ জেলায় আসবেন বলে জানা গিয়েছে। ওই তালিকায় থাকা মিঠুন চক্রবর্তীর আসার বিষয়টি চূড়ান্ত বলে তৃণমূল সূত্রের খবর। সব মিলিয়ে আগামী দেড় সপ্তাহে ‘ভিভিআইপি’র ১৫টি সভা ঘিরে তত্‌পরতা তুঙ্গে জেলা পুলিশের।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দলের প্রার্থীর সমর্থনে সভা করতে আগামী ১২ এপ্রিল জেলায় আসছেন মমতা। ওই দিন দিনহাটায় সংহতি ময়দানে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। তার আগে তৃণমূল প্রার্থীর হয়ে তুফানগঞ্জে প্রচার করবেন অভিনেতা দেব। মুখ্যমন্ত্রীর সভার পর দিন, অর্থাত্‌ আগামী ১৩ এপ্রিল রাসমেলার মাঠে সভা করতে আসছেন তৃণমূল নেতা মুকুল রায় ও রাজ্যসভা সাংসদ অভিনেতা মিঠুন চক্রবর্তী। জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী জেলায় প্রচারে আসবেন। অভিনেতা দেব এবং মিঠু চক্রবর্তীও আসছেন। কোচবিহার শহরে মুকুল রায় সভা করবেন।”

কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচারে আসার কথা প্রাক্তন প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্য ও প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর । ৮ এপ্রিল দিনহাটার বড় আটিয়াবাড়ি, হরিণচওড়ায় সভা করবেন অধীরবাবু। শহরে একটি রোড শো করার কথাও রয়েছে তাঁর। প্রাক্তন প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্য মাথাভাঙা ও বাণেশ্বরে ৯ এপ্রিল দু’টি সভা করবেন বলে দল সূত্রে জানানো হয়। জেলা কংগ্রেসের সভাপতি শ্যামল চৌধুরী বলেছেন, “প্রচার সূচি পেয়ে প্রস্তুতি চলছে।”

বামেদের প্রচারে ভিআইপি নেতা অনেকেই জেলায় আসছেন। তাঁদের মধ্যে ৫ এপ্রিল বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের বাণেশ্বরে, ৬ এপ্রিল ঘুঘুমারি, বক্সিরহাট, তুফানগঞ্জে দিনভর সভা করার কথা। সিপিএমের প্রচার কমিটি জানিয়েছে, পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাতও জেলায় আসবেন বলে ঠিক আছে। শীতলখুচি, ঘোকসাডাঙা, পুন্ডিবাড়িতে তিনটি সভা করবেন তিনি। ১৩ এপ্রিল সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি দিনহাটায় সভা করবেন, সেই সঙ্গে ওই দিন বিকেলে শহরে একটি নাগরিক সভাতেও তাঁর বক্তব্য রাখার কথা রয়েছে। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা প্রাক্তন বনমন্ত্রী অনন্ত রায় বলেন, “এখনও যা অবস্থা তাতে অসুস্থতার জন্য বুদ্ধবাবুকে প্রচারে জেলায় আনা যাবে না বলে মনে হচ্ছে। তবে বৃন্দা কারাত, সীতারাম ইয়েচুরি, সূর্যকান্ত মিশ্ররা আসছেন। তাদের সভার স্থান চূড়ান্ত হয়েছে।”

যুযুধান রাজনৈতিক দলগুলির পর পর প্রচার কর্মসূচি ঘিরে চিন্তা বেড়েছে পুলিশের। বিশেষ করে গত বিধানসভা ভোটের আগে তুফানগঞ্জের চিলাখানায় বৃন্দা কারাতের একটি জনসভা ঘিরে রাজনৈতিক গোলমালের অভিজ্ঞতার জেরে কোনও ঝুঁকি নিতে চাইছে না তারা। প্রতিটি সভা, কর্মসূচির জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে বলে জানানো হয়েছে।

প্রচারে পিছিয়ে নেই বিজেপিও। দলের প্রার্থীর সমর্থনেও দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতাদের পাশাপাশি একাধিক তারকা কোচবিহারে আসতে পারেন। তবে তারকার তালিকা এখনও চূড়ান্ত হয়নি। বিজেপি-র জেলা সম্পাদক নিখিল দে জানিয়েছেন, দলের শীর্ষ নেতা, তারকাদের অনেকেরই আসার সম্ভাবনা রয়েছে। নিখিলবাবুর কথায়, “আমরা খুব শীঘ্রই প্রচারে কারা কারা আসছেন সেই তালিকা পেয়ে যাব। তালিকায় অনেক তারকাই থাকবেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

high security coochbihar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE