Advertisement
১৯ এপ্রিল ২০২৪

খুনের চেষ্টায় ধৃত

তৃণমূল নেতা খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক যুব কংগ্রেসের সভাপতি মনোজ অগ্রবাল। শিলিগুড়ির ভক্তিনগরের ইস্কন রোড এলাকার এক তৃণমূল নেতাকে খুনের চেষ্টার অভিযোগে মাস দেড়েক আগে মনোজবাবুর নামে অভিযোগ দায়ের হয়। সোমবার রাতে তাঁকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার তাঁকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে, জামিনের আর্জি নাকচ করেন মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০২ জুলাই ২০১৪ ০২:০১
Share: Save:

তৃণমূল নেতা খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লক যুব কংগ্রেসের সভাপতি মনোজ অগ্রবাল। শিলিগুড়ির ভক্তিনগরের ইস্কন রোড এলাকার এক তৃণমূল নেতাকে খুনের চেষ্টার অভিযোগে মাস দেড়েক আগে মনোজবাবুর নামে অভিযোগ দায়ের হয়। সোমবার রাতে তাঁকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার তাঁকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে, জামিনের আর্জি নাকচ করেন মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও, রাজনৈতিক উদ্দেশ্যই মিথ্যে মামলায় ফাঁসিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে কংগ্রেসে অভিযোগ। এর প্রতিবাদে আন্দোলনের হুমকি দেন দার্জিলিং জেলা কংগ্রেস নেতারা।

শিলিগুড়ি পুলিশের ডিসি ওজি পাল বলেন, “ভক্তিনগর থানার একটি মামলায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে। তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা তা জানি না।”

গ্রেফতারির ঘটনায় তৃণমূলকে আক্রমণ করে দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার অভিযোগ করেন, “রাজ্য জুড়ে তৃণমূলের নির্দেশে পুলিশ এই রকম মিথ্যা মামলা দায়ের করে জেলে ঢোকানোর চক্রান্ত হচ্ছে। মনোজও এই রাজনীতির শিকার।” এই গ্রেফতারের প্রতিবাদে আন্দোলনে নামার কথা জানান জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিকাশ সরকারও। তিনি বলেন, “মনোজকে না ছাড়া হলে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছি।” যাঁকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে, তাঁর হাতেই ধৃত নেতা প্রহৃত হয়েছেন বলে কংগ্রেসের পাল্টা অভিযোগ।

গত ২৬ মে রাতে হায়দরপাড়ায় কংগ্রেস-তৃণমূলের সংঘর্ষের অভিযোগ ওঠে। ওই ঘটনায় ভক্তিনগর থানায় অভিযোগ পাল্টা অভিযোগ দায়ের হয়। আগেই দু’জন কংগ্রেস কর্মীকে পুলিশ গ্রেফতার করে। ঘটনার পরে মনোজবাবু এলাকায় ছিলেন না বলে পুলিশের দাবি। তৃণমূলের জেলা সম্পাদক কৃষ্ণ পাল পুলিশের কাজে কোনও গাফিলতি নেই বলে জানান।

গ্রেফতার ২২। একাধিক এলাকায় অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করল ভক্তিনগরের পুলিশ। সোমবার রাতে চম্পাসারি, শালুগাড়া, সমরনগর এবং সেবক রোডের একাধিক অংশে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদের বিরুদ্ধে জুয়া, মদের ঠেকে বচসা সহ মারামারির অভিযোগ রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

arrested murder siliguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE