ভূমিকম্পের আতঙ্ক পিছু ছাড়ছে না কিছুতেই। পাকা বাড়িতে ফাটল দেখা দেওয়ায় ইঞ্জিনিয়ারিং কলেজের গবেষকদের সাহায্য চেয়ে স্কুল ছুটি রাখার সিদ্ধান্ত নিলেন শহরের প্রাচীন প্রাথমিক বিদ্যালয় শিশু নিকেতন কর্তৃপক্ষ। মঙ্গলবার নোটিস দিয়ে স্কুলে ছুটি ঘোষণা করা হয়। স্কুল পরিচালন কমিটির সম্পাদক কল্যাণ চক্রবর্তী বলেন, “তিন তলা ভবনে ফাটল দেখা দিয়েছে। ভবন সুরক্ষিত কি না সেটা জানার জন্য ইঞ্জিনিয়ারিং কলেজের গবেষকদের সাহায্য চাওয়া হয়েছে। সবকিছু ঠিক আছে বলে ওঁরা জানালে তবেই স্কুল খোলা হবে। না হলে মেরামতের জন্য ছুটি থাকবে।”